বিক্ষোভ মিছিল হোক কিংবা শান্তিপূর্ণ গণঅবস্থান— সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যে কোনও প্রতিবাদকে দমন করতে চেষ্টার ত্রুটি রাখছে না উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। পুরনো লখনউয়ের ঘণ্টাঘরে মহিলাদের অবস্থান-বিক্ষোভকেও রক্তচক্ষু দেখাচ্ছে প্রশাসন। প্রতিবাদীদের খাবার, থালা-বাসন, কম্বল আগেই কেড়ে নিয়েছিল পুলিশ। এ বার তাঁদের বিরুদ্ধে ‘দাঙ্গা বাধানোর চেষ্টা’-সহ তিনটি মামলা করেছে যোগীর প্রশাসন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন উর্দু কবি মুনওয়ার রানার দুই মেয়ে সুমাইয়া এবং ফউজিয়া। রাতের অন্ধকারে লেপ-কম্বল কেড়ে নেওয়ার পর এ বার মহিলা বিক্ষোভকারীদের লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এটাওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
শাহিনবাগের অনুপ্রেরণায় সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে পথে নেমেছেন উত্তরপ্রদেশের মহিলারাও। গত কয়েক দিন ধরে লখনউ, ঘণ্টাঘর-সহ বেশ কিছু এলাকায় অবস্থান বিক্ষোভ করছেন তাঁরা। মঙ্গলবার বিকালে এটাওয়ার পচরাহায় প্রায় ১৫০ মহিলা জড়ো হন। সন্ধ্যা গড়াতে সংখ্যাটা বেড়ে প্রায় ৫০০ হয়। তাঁদের উপর নজর রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে এটাওয়া প্রশাসন।
কিন্তু শুধু নজরদারি চালানোর বদলে পুলিশ বিক্ষোভকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, ভিড়ের মধ্যে ঢুকে টেনে হিঁচড়ে প্রতিবাদীদের সরানোর চেষ্টা করছে পুলিশ। বাধা দিতে গেলে প্রতিবাদীদের ধাক্কা মেরে ফেলেও দেওয়া হয়। আর একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সরু গলি দিয়ে প্রতিবাদীদের বার করে নিয়ে যাওয়ার সময় রীতিমতো তাদের তাড়া করছে পুলিশ। লাঠি দিয়ে মারা হচ্ছে তাদের।
গত শুক্রবার থেকে ঘণ্টাঘরে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান শুরু করেছিলেন জনা পঞ্চাশ মহিলা। কিন্তু ধীরে ধীরে সেখানে প্রতিবাদীর সংখ্যা কয়েক হাজারে পৌঁছয়। প্রথম থেকেই ওই অবস্থান তুলে দিতে সক্রিয় ছিল পুলিশ। শনিবার রাতে প্রতিবাদীদের কম্বল, খাবার পুলিশ কেড়ে নেয়। সুমাইয়ার অভিযোগ, অবস্থান তুলতে ব্যর্থ হয়ে পুলিশ এখন চাপ তৈরির কৌশল নিয়েছে। তাঁর কথায়, ‘‘রাস্তার আলোগুলি নিভিয়ে দেওয়া হচ্ছে। কাছাকাছি যে সব শৌচালয় রয়েছে, সে গুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে মহিলা, প্রবীণ এবং শিশু রয়েছে, ফলে আমরা খুবই অসুবিধায় পড়ছি।’’ তিনি জানিয়েছেন, ঘণ্টাঘরে শান্তিপূর্ণ অবস্থান চলছে। প্রতিবাদীরা প্ল্যাকার্ড, পোস্টার হাতে স্লোগান দিচ্ছেন।
মুনওয়ার রানার মেয়েদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ করেছে পুলিশ। সে সম্পর্কে উর্দু কবি বলেন, ‘‘আজ লখনউয়ে অমিত শাহের সভা ছিল। ওই সভাও ১৪৪ ধারা লঙ্ঘন করে হয়েছে। ওই সভা যদি আইনসম্মত হয়, তা হলে আমার মেয়েদের অবস্থান বেআইনি? এটা অবিচার।’’