এবার কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলকেন খোদ বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ত্রিপুরা বিধানসভায় তিনি এই অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্র নিজেদের সংস্থাকে দিয়ে রাস্তা মেরামতির কাজে যে টাকা দেয়, রাজ্য সে কাজ করলে দেয় তার তিন ভাগের এক ভাগ। বিনা টেন্ডারে রাস্তা মেরামতির বরাত দেওয়া নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী কার্যত নিজেই তথ্য সহকারে বৈষম্যের ছবি তুলে ধরেন।
মুখ্যমন্ত্রীর দফতরের ওএসডি ভাই বিজয় সিব্বল কেন্দ্রীয় সংস্থা এনএসআইডিসিএল–কে ত্রিপুরার জাতীয় সড়কগুলির মেরামতির বরাত দেন। আগে এই সংস্থারই অধিকর্তা ছিলেন সিব্বল। বিনা টেন্ডারে বরাত দেওয়ার পরই ত্রিপুরা ছেড়ে তিনি চলে যান। তাতে রহস্যের গন্ধ পান অনেকে। শাসক দলের বিধায়ক সুদীপ রায়বর্মন সোমবার বিষয়টি তোলেন বিধানসভায়। তাঁর বক্তব্য, রাজ্য পূর্ত দফতর এই কাজ করলে, ত্রিপুরা সরকারের কোষাগারে টাকা আসত।
বিনা টেন্ডারে বরাত দেওয়া হলে দুর্নীতির সম্ভাবনাও থাকে, এমনও বলেন সুদীপ। জবাবে বিজেপি–আইপিএফটি জোট সরকারের মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে কাজ করালে তিনগুণ বেশি টাকা আসে। রাজ্যের পূর্ত দফতর কাজ করলে সেই টাকা কমে যায়। রাজ্য পূর্ত দফতর জাতীয় সড়কের মেরামত করলে পাওয়া যায় ১৭ কোটি ৮৭ লাখ টাকা। কিন্তু কেন্দ্রীয় সংস্থা একই কাজের জন্য পায় ৪৫ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ একই কাজের জন্য কেন্দ্রীয় সংস্থাকে বেশি টাকা দেয় দিল্লী। কিন্তু রাজ্যের ক্ষেত্রে সেটা কমে যায়।