এনআরসি-সিএএ-এনপিআর নিয়ে প্রথম থেকেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এই ইস্যুতে বেশ কয়েক বার তাঁকে পথে নামতে দেখেছে কলকাতা। পাশাপাশি, জেলায় জেলায় পদযাত্রা করে কেন্দ্রের এই জনবিরোধী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জনমত গঠনে তৎপর হয়েছেন তিনি। সেই প্রতিবাদের আঁচকে পাহাড়ে ছড়িয়ে দিতেই সিএএ-বিরোধী পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচী নিয়ে সোমবার ৫ দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী। আর এসেই পাহাড়বাসীর সঙ্গে মিশে গিয়েছেন তিনি। আজ উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। জ্বলন্ত প্রদীপ হাতে নিয়ে আরতি করেন তিনি। কথা বলেন পুরোহিত-সহ মন্দিরে উপস্থিত মানুষদের সঙ্গে। পুজো সেরেই ভানুভবনে চলে যান মমতা। সেখানে যোগ দেন সিএএ বিরোধী মিছিলে।
প্রসঙ্গত, পাহাড়ে পৌঁছানোর পর জনা কয়েক নিরাপত্তারক্ষী নিয়েই মঙ্গলবার সাতসকালে রিচমন্ড হিল থেকে বেরিয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। সকালের ঠান্ডা কনকনে হাওয়া উপেক্ষা করে চেনা ছন্দেই হেঁটে সিংমারি পৌঁছন তিনি। সেখান থেকে চিড়িয়াখানার সামনে দিয়ে চলে আসেন চৌরাস্তায়। রাস্তায় পথচলতি মানুষজন ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে স্বভাবসিদ্ধ ঢঙে কথাও বলেন মমতা। দার্জিলিং ম্যালের কাছে একটি পোলিও কর্মসূচী চলছিল। সেখানে স্থানীয় একটি শিশুকে নিজের হাতে পোলিওর প্রতিষেধকও নিয়ে খাইয়ে দেন তিনি। উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিঙেই থাকবেন মমতা। আগামীকাল, ২৩ জানুয়ারি দার্জিলিং ম্যালে রাজ্য সরকার আয়োজিত নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। ২৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী শিলিগুড়ি ফিরবেন। রাতে থাকবেন উত্তরকন্যার গেস্ট হাউজ কন্যাশ্রীতে। শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী বাগডোগরা হয়ে বিমানে কলকাতা ফিরবেন।