বিশ্বসেরা হওয়ার পরে পরপর টুর্নামেন্টে ব্যর্থ হলেও বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় তারকা পি ভি সিন্ধু অবশ্য টোকিয়ো অলিম্পিক্সের জন্য প্রস্তুত এবং নিজের দ্বিতীয় পদক আনার ব্যাপারে আশাবাদী। সিন্ধু মনে করেন, আকাশচুম্বী প্রত্যাশা এখন তাঁর কাজটা আরও কঠিন করে দিয়েছে।
সিন্ধু বলেন, ‘‘রিয়ো অলিম্পিক্সের পর থেকে জীবন বদলে গিয়েছে। এই সময়ে অনেক জায়গায় জিতেছি। হেরেওছি কোথাও কোথাও। এর মধ্যেই ধাপে ধাপে উন্নতি করছি। রিয়োর সময় আমাকে নিয়ে বিশেষ প্রত্যাশা ছিল না। কিন্তু এখন সবাই চায়, টোকিয়োয় যেন সোনা জিতি”।
এই প্রত্যাশাই বাড়তি চাপ তৈরি করছে সিন্ধুর ওপর তবে চাপ সামলাতেও প্রস্তুত সিন্ধু। সিন্ধু মনে করেন অলিম্পিক্সের বছর পিবিএলের মতো টুর্নামেন্টে খেলে তিনি উপকৃত হবেন। ‘‘পিবিএলে তাই জু ইংয়ের মতো সেরাদের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছি। অলিম্পিক্সের বছরে এটা বড় প্রাপ্তি। অন্য বিদেশিদের থেকেও অনেক শিখব,’’ বলেন সিন্ধু। যোগ করেছেন, ‘‘অলিম্পিক্সের আগে হাতে অনেকটা সময় রয়েছে। তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে পারব। আপাতত পিবিএলে দলকে সাহায্য করা লক্ষ্য। এখানে খেলাটা চুটিয়ে উপভোগও করতে চাই।’’