সিএএ-র সমর্থন মিছিলে মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়লেন কর্নাটকের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা তথা বিজেপি নেতা এমপি রেণুকাচার্য। নাগরিকত্ব আইনের পক্ষে মিছিল করার সময় তিনি বলেন, ‘মুসলিমদের তাদের জায়গায় পাঠিয়ে দেব।’
সোমবার সিএএ-র সমর্থনে মিছিলে যোগ দিয়ে বিজেপির এই নেতা বলেন, “মসজিদে কয়েকজন বিশ্বাসঘাতক বসে আছেন, যাঁরা ফতোয়া লেখেন। তাঁরা প্রার্থনা না-করে মসজিদের ভেতরে অস্ত্র সংগ্রহ করেন। এই জন্যই কি মসজিদ চান আপনারা?” সংখ্যালঘুদের আক্রমণ করে এর আগেও বিতর্কিত মন্তব্য করার নজির রয়েছে কর্নাটকের বিজেপি নেতাদের। বেল্লারিতে বিজেপির বিধায়ক সোমাশেখর রেড্ডি বলেছিলেন, ‘যাঁরা নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন, তাঁরা তার ফল চোকানোর জন্য তৈরি থাকুন’।
শুধু এটুকুতে ক্ষান্ত নন তিনি। রেণুকাচার্য আরও বলেন, মুসলিমদের জন্য বরাদ্দ টাকা হিন্দুদের জন্য খরচ করতে পিছপা হবেন না। সংখ্যালঘুদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমার তালুকে এমন রাজনীতি শুরু করব যাতে মুসলিমদের জন্য বরাদ্দ অর্থ হিন্দুদের জন্য খরচ করা যায়। আমি মুসলিমদের নিজেদের জায়গায় পাঠিয়ে ছাড়ব। আর দেখিয়ে দেব, রাজনীতি কাকে বলে।’