৫ জানুয়ারি জেএনইউ ক্যাম্পাসের সবরমতী গার্লস হস্টেলে তান্ডব চালানোর পর ফের একবার হামলার অভিযোগ উঠল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে।এবারের ঘটনাটি ঘটেছে নর্মদা হস্টেলে। যার উপর আক্রমণ করা হয়েছে সে বিএ ফাইনাল ইয়ারের ছাত্র রাঘিব ইকরাম। রাঘিব এভিবিপির ছাত্র কার্ত্তিকের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। সপ্তাহ দুয়েক পর আবার জেএনইউতে ছাত্রের ওপর হামলার ঘটনায় জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ রীতিমতো ক্ষুব্ধ। এর পিছনে এবিভিপিই রয়েছে বলে অভিযোগ করেছেন ঐশীও।
তিনি বলেছেন, ‘এমনটা বেশিদিন চলতে পারে না, মন্তব্য করেছেন তিনি। ৫ জানুয়ারি জেএনইউ-এর হামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এরমধ্যেই ফের একবার হামলা। নর্মদা হস্টেলে রাঘিব ইকরামের ওপর হামলা করা হয়। এবিভিপিই এই হামলার পিছনে রয়েছে। এভাবে বেশিদিন চলতে পারে না। প্রশাসনকে এর দায় নিতেই হবে।’ এদিকে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাঘিবের ভাই জানিয়েছেন, হামলাকারীরা বলেছেন, সে মুসলিম। নাজিবের মতো রাঘিবকেও নিরুদ্দেশ করে দেওয়া হবে বলেও তাঁকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।