অবিশ্বাস্য এক মরসুম কাটিয়েছেন মহাম্মদ সালাহ। লিভারপুলের জার্সিতে অভিষেকের পর ক্লাবের দ্রুততম গোলের সব রেকর্ড তো ভেঙেছেনই, প্রিমিয়ার লিগে এক মরসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙে ফেলেছেন। সেটাও দুই ম্যাচে মাঠে না নেমেই। এমন রেকর্ডময় এক মরসুমের অর্জনও নাকি পেছনে ফেলে দেবেন এই মিশরীয় ফরোয়ার্ড!
৪২ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুলে এসেছিলেন সালাহ। প্রথম মরসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করে এরই মধ্যে সমর্থকদের মন কেড়ে নিয়েছেন। সতীর্থ জেমস মিলনারের দাবি, সালাহ এবার গত মরসুমকেও ভুলিয়ে দিতে পারবেন। এবার প্রাক–মরসুম প্রস্তুতিতেই সে ইঙ্গিত দিয়ে রেখেছেন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামার ৫২ সেকেন্ডেই দারুণ এক হেডে দলকে গোল এনে দিয়েছেন সালাহ। মিলনার তাই আশাবাদী, ‘বিশ্বের সেরা খেলোয়াড়েরা শুধু এক মরসুমেই ভালো খেলে বিখ্যাত হননি। তাঁরা বছরের পর বছর এটা করে গেছে। ওরও (সালাহ) সে ক্ষমতা আছে।’
কাজটা যে সহজ হবে না, সেটা মানেন মিলনার। তবে ইংলিশ মিডফিল্ডারের ধারণা, সালাহ এ চাপ নিতে সক্ষম। আর পুরো লিভারপুল দলই তাঁকে এ ব্যাপারে সাহায্য করবে, ‘এক মরসুম ভালো করলে পরের মরসুমেও ভালো করার জন্য চাপ থাকবেই, এটা নিশ্চিত। আমার ধারণা, সে শীর্ষ পর্যায়ের খেলোয়াড়, সে এটা দেখিয়েছে এবং আরও উন্নতি করবে। ওর সঙ্গে সঙ্গে আমাদেরও দল হিসেবে উন্নতি করতে হবে। এটাও নিশ্চিত করতে হবে গোল করা ও দলকে বিপদ থেকে বাঁচানোর সব চাপ যেন ওর কাঁধে না থাকে। ও সেরা হতে পারবে, আমাদের সবারই দায়িত্ব ও যেন সেটা হতে পারে, সে ব্যাপারে সাহায্য করা এবং এটা দল হিসেবেই আমাদের করতে হবে।’