২০১৯– এর আগস্টে জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫এ উপধারা বাতিল করেছিল কেন্দ্র৷ তাই নিয়ে উত্তাল হয়ে গিয়েছিল কাশ্মীর। তারপর ধীরে ধীরে বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা, মোতায়েন করা হয়েছিল সেনা। এখনও অন্য কেউ সেই ভাবে যেতে পারছেন না উপত্যকায়। কিন্তু নিজেদের নিয়ম নিজেরাই ভাঙা, এ যেন গেরুয়া শিবিরের অলিখিত নিয়ম। তাই বিরোধীদের যেতে না দিলেও নিজেদের মন্ত্রীদের নিয়ে কাশ্মীর যাচ্ছেন অমিত শাহ।
অমিত শাহের উদ্যোগে ৩৬ জন কেন্দ্রীয় মন্ত্রীর কাশ্মীর যাত্রা হতে চলেছে। আগামী ১৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি কাশ্মীর যাত্রার পরিকল্পনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই যাত্রার একটি প্রাথমিক তালিকা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ১৯ জানুয়ারি স্মৃতি ইরানি যাবেন রায়েসি জেলার কাটরা ও পান্থাল এলাকায়৷ সেদিনই পীযুষ গোয়েল যাবেন শ্রীনগরে৷ ২২ জানুয়ারি জি কিষাণ রেড্ডি যাবেন গন্ডেরবালে ও ২৩ তারিখে মণিগাঁওয়ে৷ ২৪ জানুয়ারি রবিশঙ্কর প্রসাদ থাকবেন বারামুলা জেলার সোপোরে৷ কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং ২০ জানুয়ারি যাবেন উধমপুরের টিকরিতে ও কিরেন রিজিজু ২১ তারিখ যাবেন জম্মুর সুচেতগরে৷ কিন্তু এই তালিকাটি সম্পূর্ণ হবে ১৭ তারিখের বৈঠকের পরে।
এই ঘোষণার পর সরব হয়েছেন বিরোধীরা। ওই উত্তপ্ত পরিস্থিতিতে কাশ্মীরের যেতে গিয়ে যেখানে সমস্ত বিরোধী দলের নেতাদের বাধা দেওয়া হয়েছে সেখানে এত সহজে কি করে এখন বিজেপি নেতারা সেখানে যেতে পারে তাই নিয়ে চলছে বিতর্ক।