এতদিন জার্মানির হিটলার বা ইতালির মুসোলিনিকে ফ্যাসিস্ট বলেই জানত গোটা বিশ্ব। কিন্তু এবার এই দুই একনায়কতন্ত্রী শাসককে গণতন্ত্রের থেকে উঠে আসা নেতা বলে মন্তব্য করে বসলেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব! হ্যাঁ, সংশোধিত নাগরিকত্ব আইন(সিএএ)-র বিরুদ্ধে আন্দোলনে ‘দমন-পীড়নের’ অভিযোগ তুলে বিরোধীরা যখন নরেন্দ্র মোদীর সঙ্গে হিটলার-মুসোলিনির নাম জুড়ে দিচ্ছেন, তখন ইতালি ও জার্মানির সেই দুই একনায়কদেরই উদাহরণ হিসেবে তুলে ধরলেন রাম মাধব।
প্রসঙ্গত, একটি প্যানেল আলোচনায় যোগ দিয়েছিলেন এই বিজেপি নেতা। সেখানেই তিনি বলেন, ‘হিটলার-মুসোলিনিও গণতন্ত্র থেকে উঠে এসেছিলেন!’ যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। তবে এখানেই থেমে থাকেননি রাম মাধব। সিএএ বিরোধীদের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, ‘যাঁরা আন্দোলন করছেন, তাঁরা গণতন্ত্রকে নির্দিষ্ট জায়গা থেকে রাস্তায় নামিয়ে এনেছেন।’ হুঁশিয়ারির সুরে আরএসএস থেকে উঠে আসা এই নেতা বলেন, ‘সরকার সমালোচনা শুনতে প্রস্তুত। কিন্তু কোনও হিংসাকে বরদাস্ত করা হবে না।’ তাঁর কটাক্ষ, ‘আন্দোলনকারীরা এমন সব কথা বলছেন তাতে মনে হচ্ছে ওসামা বিন লাদেনের হাতে যদি শাসন ক্ষমতা থাকত তাহলে বুঝি ভাল হতো!’