নাগরিকপঞ্জী আর সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অনেকদিন ধরেই সরব দেশের বুদ্ধিজীবী মহল। দিন কয়েক আগেই বিশিষ্টজনদের ‘কাগজ দেখাব না’ ভিডিওয় প্রত্যেকের গলায় শোনা গিয়েছিল এক কথা, এক সুর- ‘কাগজ আমরা দেখাব না’। স্বস্তিকা মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রূপম ইসলাম, নন্দনা সেন, তিলোত্তমা সোম, ধৃতিমান চট্টোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মার মতো অনেকেই ওই ভিডিওয় সুর চড়িয়েছিলেন সিএএ-র বিরুদ্ধে। তা নিয়েই গতকাল তোপ দেগেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিদ্বজ্জনদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, ‘বিশিষ্টরা ননসেন্স, নেমকহারাম।’ দিলীপের পর এবার একই সুর শোনা গেল সৌমিত্র খাঁয়ের গলাতেও। রাজ্যের বিদ্বজ্জনদের নির্লজ্জ এবং ধান্দাবাজ বলে মন্তব্য করলেন বিজেপির এই সাংসদ! তিনি এ-ও বলেন যে, যেখানেই টাকার গন্ধ পেলেই সেখানে ছুটে যান তাঁরা! নিজের সোশ্যাল মিডিয়ায় সৌমিত্রের এই মন্তব্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে নয়া বিতর্ক।
সৌমিত্র মূলত বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ভাইরাল হওয়া ‘কাগজ আমরা দেখাবো না’ শীর্ষক ভিডিওটিকে আক্রমণ করেছেন। দিলীপ নাম না করে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, ‘সোনার জিনিস চুরি করে বিদেশে আমাদের নাক-কান কাটিয়ে এসেছেন।’ আর সৌমিত্র অভিনেত্রীকে বলেছেন, ম্যাডাম আপনি যখন মালয়েশিয়া, থাইল্যান্ড, কিংবা লন্ডন ঘুরতে যান তখন নিশ্চয়ই পাসপোর্ট নিয়ে যান না! রূপম ইসলামকে তাঁর আক্রমণ, আপনাদের মসজিদে আমাদের বিবেকানন্দ কিংবা রামকৃষ্ণের ছবি লাগিয়ে ১২ জানুয়ারি জন্মদিন পালন করুন তো দেখি! আবার সব্যসাচী চক্রবর্তীকে উদ্দেশ্য করে সৌমিত্রর কটাক্ষ, আপনার জন্মের সময় নিশ্চয়ই বার্থ সার্টিফিকেট ছিল না কিংবা আপনার প্রিয়জনের মৃত্যুর সময়েও নিশ্চিত ডেথ সার্টিফিকেট ইস্যু হয়নি! বিশিষ্টদের এ হেন কুরুচিকর আক্রমণ করে অবশ্য নেটিজেনদের নিন্দাই কুড়োচ্ছেন বিজেপি সাংসদ।