ইন্দোনেশিয়া মাস্টার্স ৫০০ ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে ভারতীয় তারকা পি ভি সিন্ধু হারালেন জাপানের আয়া ওহোরিকে। অন্য দিকে হেরে যান সাইনা নেহওয়াল৷ বিশ্বের ২০ নম্বর খেলোয়াড় ওহোরির বিরুদ্ধে কখনও হারেননি সিন্ধু। গত সপ্তাহেই ২৪ বছর বয়সি ভারতীয় তারকা তাঁকে হারান মালয়েশিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে। এখানে দ্বিতীয় রাউন্ডে সিন্ধু খেলবেন সাইনা নেহওয়ালকে প্রথম রাউন্ডে হারানো জাপানের সায়াকা তাকাহাশির বিরুদ্ধে।
তবে গতবারের চ্যাম্পিয়ন সাইনার বিদায় নেওয়াটা নিঃসন্দেহে ভারতীয়দের কাছে খারাপ খবর৷ জাপানের তাকাহাশির কাছে হেরে যান তিনি। খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাইনা গত সপ্তাহে মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। কিন্তু জাকার্তায় প্রথম ম্যাচেই হতাশ করে খেলা থেকে ছিটকে গেলেন তিনি। বুধবার ৫০ মিনিট লড়াইয়ের পরে খেলার ফল ২১-১৯, ১৩-২১, ৫-২১।