ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউয়িরা। যেখানে চোটের জন্য বাদ গিয়েছেন তাঁদের সেরা ৩ পেসার ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। তাই তিন বছর পর নিউজিল্যান্ড স্কোয়াডে ফিরলেন হামিশ বেনেট। ২০১৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন বেনেট। তার পর আর দেশের হয়ে খেলেননি। আর কুড়ি ওভারের ফরম্যাটে তো অভিষেকই হয়নি তাঁর। বিরাট কোহলির দলের বিরুদ্ধে ৩২ বছর বয়সি হামিশের তাই অভিষেক হতে চলেছে টি-২০ জগতেও।
সদ্য অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজে ০-৩ দুরমুশ হয়েছে নিউজিল্যান্ড। সেই সিরিজেই হাতে চোট পেয়েছেন ট্রেন্ট বোল্ট। হেনরি ও ফার্গুসন চোট পেয়েছেন যথাক্রমে বুড়ো আঙুল ও পায়ে। যার ফলে কেউই ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না। বৃহস্পতিবার এক বিবৃতিতে নির্বাচক গ্যাভিন লারসেন বলেছেন, ‘হামিশ দলে ফিরে আসায় আমরা আনন্দিত। ভারতের বিরুদ্ধে এটা দুর্দান্ত সিরিজ হতে চলেছে। আমরা জানি হামিশ পেস ও বাউন্সে জোর দেয়। তার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করে বৈচিত্র। এর জন্যই টি-টোয়েন্টিতে বোলার হিসেবে ও এত পরিণত।’