তেলেঙ্গানায় মুসলিম এলাকায় ঢুকে নাগরিকত্বের প্রমাণ দেখাতে বাধ্য করা হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দেখাতে বাধ্য করা হচ্ছে সাধারণ মানুষদের এমনটাই অভিযোগ তেলেঙ্গানা পুলিশের বিরুদ্ধে। মোদী সরকারের অঙ্গুলিহেলনেই যে এই কাজ হচ্ছে সে বিষয়ে নিশ্চিত সাধারণ মানুষ।
সংবাদমাধ্যম জানাচ্ছে, হায়দ্রাবাদের চারমিনার অঞ্চলের মুসলিম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে হেনস্থা করছে পুলিশ। এমনকি শিশুদের সম্পর্কেও খোঁজ নিচ্ছে তারা। কোন স্কুলে পড়ে, বাড়ির বৈধ কাগজপত্র আছে কিনা ইত্যাদি বিষয় খোঁজ খবর নিচ্ছে হায়দ্রাবাদ পুলিশ।
হায়দ্রাবাদ পুলিশের রিপোর্ট যদিও বলছে রাজ্য ক্রাইম কমাতেই এই জাতীয় তল্লাশি করা হচ্ছে। কিন্তু তা যে নয়, সকল মানুষই সে বিষয়ে ওয়াকিবহল। তবে স্থানীয়দের অভিযোগ, মিমের নেতা আসাদুদ্দিন ওয়াইসিও গোটা ঘটনায় চুপ। তাঁদের বক্তব্য, প্রতিবাদ মঞ্চে ওয়াইসি বলছেন, পুলিশ আধার–ভোটার কার্ড দেখতে চাইলে দেখাবেন না। অথচ কেন মুসলিম এলাকায় তল্লাশি চালানো হচ্ছে, সেবিষয়ে কিছুই বলছেন মিমের নেতা।