কত দিন আর বিভেদের রাজনীতি করবেন মোদী সরকার! মানুষের চোখ খুলবেই। জাত-পাত-ধর্ম নিয়ে বেঁধে তারাই থাকবেন যারা সমাজে চোখ বুজে থাকেন। শিক্ষিত সমাজ, যুব সমাজ এই স্বৈরতন্ত্র নিয়ে মুখ খুলবেই৷ তাই দিল্লীর শাহিনবাগের ছোঁয়া এবার দেখা গেল যোগী রাজ্যেও। উত্তরপ্রদেশের মনসুর পার্কে ঠাণ্ডা উপেক্ষা করে গত চারদিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন প্রতিবাদীরা।
সিএএর প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ ওই পার্কে জমায়েত হয়েছিলেন প্রায় ৫০০০ মানুষ। সেই পার্কে পড়ুয়াদের বক্তব্য শুনতে উৎসাহীদের ভিড় শুরু হয়। সেই প্রতিবাদ সভায় এক মহিলা বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন, তিনি কোনও রাজনৈতিক দলের সমর্থক নয়। তিনি বলেন, ‘সিএএর বিরুদ্ধে মানুষ মুখ খুলবেই। যতক্ষণ না সরকারি তরফে কেউ এসে আমাদের দাবি শুনছেন, আমরা এখানেই অবস্থান করব। সরকারের সঙ্গে আলোচনার পরেই আমরা প্রতিবাদসভা তুলব।’ এক ছাত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, মোদী কিসের নথি চান? আমরা এদেশেই জন্মেছি।’
কেবল ছাত্র–যুব না, অনেক গৃহবধুকে দেখা গিয়েছে, এই প্রতিবাদে অংশ নিতে। উরুসা নামে এক তরুণীর মন্তব্য, “আমাদের মান আছে, মর্যাদা আছে। আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দেশে কোনও এনআরসি হবে না। তাহলে আসামে ওটা কী হয়েছে ? বেরিয়ে এসে প্রতিবাদের এখনই উপযুক্ত সময়।’
সিএএর বিরুদ্ধে প্রতিবাদী এক পড়ুয়া জানান, “আমরা এখনও চুপ থাকলে আর কখনও কেউ আমাদের হয়ে কিছুই বলবে না। আমরা প্রতিবাদ না করলে, দেশ জ্বলবে। আমরা কেউ প্রান্তিক সমাজে বাস করি না। তাই এই আগুন আমাদের আটকাতেই হবে”।