মঙ্গলবার গয়ায় সিএএ–র সমর্থনে প্রচারে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেখানে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন যোগী। স্বাধীনতার পর ভারতে নাকি সাত–আটগুণ বেড়েছে মুসলিমদের জনসংখ্যা। আর সেটা হয়েছে, তাঁরা বিশেষ সুযোগ–সুবিধা এবং অধিকার পাচ্ছেন বলেই। এজন্য দেশে নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ না করে, উল্টে তাঁদের প্রশংসা করা উচিত। একইসঙ্গে পড়শি দেশ পাকিস্তানকে আক্রমণ করে বলেন, এদেশে মুসলিমরা সংখ্যায় বাড়লেও, পাকিস্তানে হিন্দুরা কোথায়?
আদিত্যনাথ বলেন, ‘১৯৪৭ সালের পর থেকে ভারতবর্ষে মুসলিম জনসংখ্যা সাত থেকে আট গুণ বেড়েছে। তাতে কারও সমস্যা নেই। মুসলিমরা দেশের উন্নয়নে অংশ নিচ্ছে, ভাল কথা। তাদের সমস্ত সুযোগ–সুবিধা ও অধিকার দিচ্ছে সরকার। কিন্তু পাকিস্তানে কী হচ্ছে? সেখানে হিন্দু কোথায়? দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যে বিক্ষোভ চলছে তা একপ্রকার ষড়যন্ত্র। বিরোধীরা বাইরে থেকে এই ষড়যন্ত্রে মদত দিচ্ছে। বিক্ষোভকে ভয়াবহ করতে রীতিমতো আগুন জ্বালাচ্ছে।
উল্লেখ্য, যোগীর এহেন মন্তব্যের পরে ফের উঠেছে বিতর্কের ঝড়। বিভিন্ন সময়ে বিভিন্ন ভুল পদক্ষেপ, অশালীন মন্তব্যের জন্যে প্রায় সবসময়েই বিতর্কের শিরোনামে থাকেন যোগী। এই মন্তব্য যে সেই বিতর্ককে আরও বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য।