প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিপ্লব দেব, পীযূষ গোয়েল, দিলীপ ঘোষ- বিজ্ঞানকে অবজ্ঞা করে বিজেপি নেতারা এমন সব মন্তব্য করেছেন বিভিন্ন সময়ে যা শুনে মাথা নীচু করে ফেলেছেন দেশ ও বিদেশের তাবড় বিজ্ঞানীরা। বিজেপি নেতাদের সেই পথই যেন অনুসরণ করেছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর। সোমবার ইঞ্জিনিয়ারিং ফেয়ারের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলে ফেললেন, ‘অর্জুনের তিরে ছিল পরমাণু অস্ত্র।’ যা নিয়ে ইতিমধ্যেই উঠেছে সমালোচনার ঝড়। তৃণমূল নেতারা এ নিয়ে আগেই মুখ খুলেছিলেন। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের ট্রোলের শিকার হতে হয়েছে ধনকরকে। তবে এবার মুখ খুলে রাজ্যপালকে একপ্রকার ‘পাগল’-ই বলে দিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি।
বুধবার বাদুড়িয়া ও বসিরহাটে ২টি সভা করেন অধীর। সেখানেই রাজ্যপালের বক্তব্যকে পাগলের প্রলাপ বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেস সাংসদ বলেন, ‘আমাদের রাজ্যের রাজ্যপাল উদ্ভট সমস্ত কথা বলছেন। আমরা কোথায় যাব। অর্জুনের তীরে যদি পরমাণু বোমা থাকে তাহলে এত গবেষণার দরকার কী? এই সব পাগলকে কোথায় বসিয়ে রাখা হয়েছে। কোথাকার উদ্ভট চিন্তাধারার লোক। সব পাগল তো আর পাগলা গারদে থাকে না। বাইরেও ঘোরাফেরা করে।’ গতকালের সভা থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও বিঁধতে ছাড়েননি অধীর। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘দিল্লীর রঙ্গা-বিল্লা যা বলবে তা-ই মেনে নিতে হবে, তা-ই শুনে চলতে হবে নাকি! সব যেন ওনাদের জমিদারি!’