মকর সংক্রান্তির অনুষ্ঠান ঘিরে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। আহত হয়েছেন তিন তৃণমূল কর্মী। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন হয়েছে পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন তৃণমূল কর্মী সুকুমার ঘোষ, শ্যামল ঘোষ ও বুধন ঘোষ।
স্থানীয় বাসিন্দারা জানান, মকর সংক্রান্তিতে প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার থেকে স্থানীয় দুর্গা মন্দিরে তার প্রস্তুতি চলছিল। সেই সময় এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত বাবু মাহাত, নয়ন ঘোষ ও অর্জুন ঘোষ বাইরে থেকে লোকজন নিয়ে এসে হামলা চালায় বলে তৃণমূলের দাবি। ভোজালির কোপে সুকুমারবাবুর মাথা ফাটে। অন্য দুই তৃণমূল সমর্থক আহত হন।
এরপরে ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান সাধারণ মানুষ। শেষ পাওয়া খবর অবধি আপাতত গুরুতর জখম ওই ৩ তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন।