প্রকাশ্যে হুমকি দেওয়াই হোক বা অশালীন-বেফাঁস মন্তব্যের ফোয়ারা ছোটানো – সবেতেই গেরুয়া শিবিরের জুড়ি মেলা ভার। বিরোধী দলের নেতানেত্রীই হোক বা বিরোধী মত পোষণকারী কোনও বিদ্বজন, তাঁদের বিঁধতে গিয়ে বরাবরই বেপরোয়া মনোভাব দেখিয়েছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। তবে সেই তালিকায় একটু ওপরের দিকেই নাম থাকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তাঁর ‘কুকুরের মতো মারব’ মন্তব্যের জেরে তৈরি হওয়া বিতর্কের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে আবার বাংলাকে ‘সবচেয়ে বড় দেশদ্রোহীতার গড়’ বলে বসেছেন তিনি। কিন্তু আর এবার সরাসরি বুদ্ধিজীবীদের ‘নেমকহারাম’, ‘ননসেন্স’ বলে আক্রমণ করলেন দিলীপ।
প্রসঙ্গত, নাগরিকপঞ্জী আর সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অনেকদিন ধরেই সরব দেশের বুদ্ধিজীবী মহল। দিন কয়েক আগেই বিশিষ্টজনদের ‘কাগজ দেখাব না’ ভিডিওয় প্রত্যেকের গলায় শোনা গিয়েছিল এক কথা, এক সুর- ‘কাগজ আমরা দেখাব না’। স্বস্তিকা মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রূপম ইসলাম, নন্দনা সেন, তিলোত্তমা সোম, ধৃতিমান চট্টোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মার মতো অনেকেই ওই ভিডিওয় সুর চড়িয়েছিলেন সিএএ-র বিরুদ্ধে। তা নিয়েই এবার বিদ্বজ্জনদের উদ্দেশ্যে বিজেপির রাজ্য সভাপতির তোপ, ‘বিশিষ্টরা নির্বোধ, নেমকহারাম।’
শুধু তাই নয়। নাম না করে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে দিলীপ এ-ও বলেন যে, ‘সোনার জিনিস চুরি করে বিদেশে আমাদের নাক-কান কাটিয়ে এসেছেন।’ উল্লেখ্য, ‘গদিতে বসে ধর্মের নামে লাঠি ঘোরাতে দেব না’ বলার পাশাপাশি গেরুয়া শিবিরের উদ্দেশ্যে বারবারই নানা ঝাঁজালো মন্তব্য করেছেন স্বস্তিকা। এবার বছর খানেক আগের এক প্রসঙ্গ উত্থাপন করে তাঁকে একহাত নেন দিলীপ। বিদেশের এক শপিং মল থেকে সোনার কানের দুল চুরির অভিযোগ উঠেছিল স্বস্তিকার বিরুদ্ধে। বুধবার কলকাতার বিজেপি দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথাই ফের আওড়ালেন দিলীপ।
তাঁর কথায়, ‘ওই ভিডিওতে এমন ব্যক্তিও রয়েছেন যিনি বিদেশে গিয়ে সোনার জিনিস চুরি করে দেশের মান-সম্মান ডুবিয়েছেন। বিদেশে আমাদের নাক-কান কাটিয়ে এসেছেন। বলেছেন, কাগজ নেই। ওঁদেরকে জিজ্ঞেস করতে চাই যে, আপনারা যখন এয়ারপোর্টে ঢুকবেন পরিচয়পত্র ছাড়া আপনাদের ঢুকতে দেবে তো? এই ননসেন্সরা জানে যে রেশনের দোকান থেকে ট্রেন-বিমান সবজায়গায় বিনা পরিচয়পত্র ছাড়া নামিয়ে দেবে। সিনেমার টিকিট না কেটে কি পিছনের দরজা দিয়েই ঢোকেন? লোককে বোকা বানানো হচ্ছে যে কাগজ নেই! নেমকহারাম এঁরা। হ্যাঁ, কাগজ তো অনেকেরই নেই, তা আমরা জানি। এদের ডায়লগবাজি মানুষদের বিভ্রান্ত করে।’
এখানেই না থেমে দিলীপ আরও বলেন, ‘যেসব বুদ্ধিজীবীরা পরজীবীর মতো অন্যের ঘাড়ে বসে খাচ্ছেন, তারা কী বললেন, তাতে দিলীপ ঘোষের কিচ্ছু যায় আসে না! যারা আমার বিরোধীতা করেছেন, তাঁরা আগে নিজের দিকে তাকিয়ে দেখুন।’ স্বাভাবিকভাবেই দিলীপের এই বক্তব্য নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। নেটদুনিয়ায় হাওয়ার গতিতে ছড়িয়ে পড়ছে দিলীপের এই ভিডিও। আর সেই ভাইরাল ভিডিও দেখেই ফের দিলীপের নিন্দায় সরব নেটিজেনরা।