জন্মদিনের সকালে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন বসপা প্রধান মায়াবতী। বুধবার দলীয় কার্যালয় থেকে সমর্থকদের উদ্দেশে মায়বতী বললেন, ‘‘বর্তমান শাসকদল রাজনৈতিক সুবিধের জন্যে ক্ষমতার অপব্যবহার করছে।’’ দেশের বর্তমান পরিস্থিতিতে মায়াবতীর এই মন্তব্য যে গেরুয়া শিবিরকে আরও কোণঠাসা করে দিল তা বলাই বাহুল্য।
আজ বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে মায়াবতী তুলে এনেছেন কোটার শিশুমৃত্যু প্রসঙ্গ। এ দিন এনআরসি সিএএ নিয়ে মায়াবতী বলেন, ‘‘আমরাই প্রথম বিরোধিতা করেছি এই আইনের বিরুদ্ধে। তবে আমাদের বিরোধিতা ছিল শান্তিপূর্ণ। রাজনৈতিক সুবিধে আদায়ের জন্যে মিথ্যে বলা বন্ধ করুক বিজেপি”। এদিন তিনি একই সঙ্গে বলেন কংগ্রেস মিথ্যা কথা বলা বন্ধ করুক।
দেশের অর্থনীতির সঙ্কটের কথাও এ দিন উঠে আসে মায়াবতীর বক্তব্যে। শুভেচ্ছা জানাতে আসা সাংবাদিক, সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘গোটা দেশে দারিদ্র, অশিক্ষা বেকারত্ব বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। সংবাদ শিরোনাম হচ্ছে দেশের দুর্দশার কথা। ক্ষমতায় এলেই রাজনৈতিক দলগুলি দেশের পিছিয়ে পড়া মানুষের কথা ভুলে যায়।’’