কুকথা বা অশালীন মন্তব্যের পাশাপাশি বেফাঁস আর হাস্যকর মন্তব্য করাতেও গেরুয়া শিবিরের জুড়ি মেলা ভার। এর আগে বিপ্লব দেব, দিলীপ বা সাধ্বী প্রজ্ঞারা মুখ খুলে বারবারই বিপাকে ফেলেছে বিজেপিকে। কখনও কেউ গরুর দুধে সোনা পাওয়া যায় বলছেন তো আবার কখনও কেউ বলেছেন গো মুত্র পান করলে কান্সার রোগ সেরে যায়। এবার সেই তালিকায় নয়া সংযোজন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সোমবার ১২ রাজ্যের উপাচার্য ও ভেটেরিনারি অফিসারদের একটি কর্মশালায় গিরিরাজ বলেন, বিজ্ঞানীরা গোবর-গোমূত্র নিয়ে বেশি বেশি গবেষণা করলে চাষিরা লাভবান হবেন। বিজ্ঞানীদের কাছে গোবর ও গো মুত্র নিয়ে আরও বেশি গবেষণা করার জন্য অনুরোধও করেছেন তিনি।
গিরিরাজের মতে, কৃষকরা গোমূত্র ও গোবর থেকে যদি আর্থিকভাবে লাভবান হতে পারেন, তাহলে গরু প্রতিপালনে আরও যত্ন নেবেন তাঁরা। তিনি এ-ও মনে করেন যে, যদি একটি গরু দুধ দেওয়া বন্ধ করে দেয় তবে তাঁর গোবর থেকে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। আর সেই কারনেই তিনি বিজ্ঞানীদের কাছে অনুরোধ করেছেন গোবর-গোমূত্র নিয়ে বেশি বেশি গবেষণা করার জন্য। গিরিরাজ কর্মশালায় আরও বলেন, ‘দুধ ছাড়াও গোমূত্র ও গোবর থেকেও কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। দেশের অর্থনীতির স্বার্থে তাই গোবর নিয়ে পরীক্ষা করাটা জরুরী।’