সিএএ নিয়ে ক্রমশ সরকারবিরোধিতা শক্ত হচ্ছে। এতোদিন সাধারণ মানুষ, ছাত্রছাত্রী এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলি বিরোধিতা করছিল। বলিউডের একাংশ বিক্ষোভ করলেও তাতে সেরকম বড় কোনও সেলিব্রিটির নাম ছিল না। এবার সেই তালিকায় যুক্ত হল শর্মিলা ঠাকুর-সহ অবসরপ্রাপ্ত সরকারি শীর্ষস্থানীয় অফিসারদের নামও।
কেন্দ্রীয় সরকারকে সংবিধান মানার আবেদন জানিয়ে সোমবার খোলা চিঠি লিখেছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের ৮ জন বিশিষ্ট মানুষ। পত্রলেখকদের মধ্যে আছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জে চেমালেশ্বর, প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার এসওয়াই কুরেশি, প্রাক্তন সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরচরণজিৎ সিং পানাগ, চিত্র পরিচালক আদুর গোপালকৃষ্ণন, কর্নাটকী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণের মতো বিশিষ্ট মানুষরা।
কেন্দ্রের উদ্দেশ্যে তাঁদের প্রশ্ন ‘সংবিধান কি এখন প্রশাসনিক নিয়মাবলি হয়ে দাঁড়িয়েছে যা সরকারকে তার ক্ষমতার অপব্যবহারের সুযোগ দেয়। এটা কি এখন শুধুই কালিতে লেখা একটা পরিচ্ছেদ? নাকি জাতি, ধর্ম, শ্রেণি, ভাষা, অঞ্চল নির্বিশেষে আমাদের দেশের অসংখ্য শহীদদের রক্তে লেখা কোনও পবিত্র গ্রন্থ?’
একইসঙ্গে সিএএ আন্দোলনকারীদের কাছেও ওই চিঠিতে তাঁদের আবেদন, ‘সংবিধান কি নাগরিকদের অধিকার দেয় স্বাধীনতাকে অন্যের অধিকারের অবমাননা করার?’ জনমতের দ্বারাই এই অশান্ত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান খোঁজার প্রতি জোর দিয়েছেন তাঁরা। গান্ধীজির অহিংসা এবং অন্তর্দর্শনের নীতি মেনে খোলা চিঠিতে তাঁরা কেন্দ্র এবং আন্দোলনকারী, দুপক্ষকেই ‘অন্তর্দর্শন করে পুনর্চিন্তনের’ আবেদন জানিয়েছেন।-