মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির মধ্যে সেরা বেছে নিতে রাজি নন যশপ্রীত বুমরাহ। দু’জনই তার ক্রিকেট জীবনের স্তম্ভ। একজনের অধীনে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল। আরেকজনের অধীনে তাঁর কেরিয়ার তুঙ্গ ফর্মে রয়েছে। দু’জনকেই কাছ থেকে দেখেছেন। কিন্তু কারওকেই সেরা বেছে নিতে রাজ নন তিনি। অন্যদিকে ক্রিকেট জীবনে টেস্টকেই সর্বসেরা ফরম্যাট বলে মনে করেন তিনি।
বুমরা বলেছেন, ‘যেভাবে ওরা দু’জনে দল পরিচালনা করে এবং আপনার ওপর পুরো ব্যাপারটা ছেড়ে দেয়, সেটা দেখে দু’জনকে একইরকম লাগে। যা সাহায্য চান, যেভাবে খেলতে চান সব ওরা দেবে। নিজের বোলিংয়ের ব্যাপারে পুরো দায়িত্ব থাকে আমাদের।’
কেরিয়ার শুরু হয়েছে ওয়ান ডে থেকে। কিন্তু টেস্টকেই সর্বসেরা ফরম্যাট বলে মনে করেন বুমরাহ। তাঁর মতে, টেস্টে বোলিং করার পর যে–কোনও ফরম্যাটে বোলিং করা অনেক সহজ হয়ে যায়। তিনি বলেছেন, ‘লোকে আমাকে আইপিএল থেকে চিনেছে। তাই ভাবে আইপিএল থেকেই আমি তৈরি হয়েছি। কিন্তু আমার মতে, কেরিয়ার তৈরি করেছে প্রথম শ্রেণির ক্রিকেটই। ওখানে অনেক কিছু শেখা যায়’।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে বুমরাহ। সেখানে স্টিভ স্মিথের সঙ্গে তাঁর দারুণ দ্বৈরথ দেখতে পাওয়া যাবে বলে মনে করছেন অনেকে। কীভাবে স্মিথকে আউট করবেন সেই প্রশ্নের উত্তরে বুমরাহ বলেছেন, “আমার প্রথম ওয়ান ডে উইকেট স্মিথ। কিন্তু একজন ব্যাটসম্যানকে আউট করার কোনও নির্দিষ্ট প্রক্রিয়া নেই। আগে উইকেট দেখে নিয়ে তারপরে ভাবতে হবে”।