প্রকাশ্যে যতই হম্বিতম্বি করুক গেরুয়া শিবির, অন্দরমহল যে টালমাটাল তা বারবার প্রমাণ করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেদের দলের মধ্যেই কর্মীরা একে অন্যের প্রতি মনোমালিন্যে জড়িয়ে পড়েন। এবার ফের বারাসতে ঘটল সেই একই ঘটনা। গেরুয়া দ্বন্দ্বের জেরে পোস্টার পড়ল বারাসতে।
জানা গেছে, বিজেপির বারাসত জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ওই পোস্টার লাগিয়েছেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। পোস্টারে শঙ্কর চ্যাটার্জিকে ‘মাতাল ও পাচারকারী’ হিসেবে অভিহিত করা হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে বিজেপি–র জেলা নেতৃত্বের।
সূত্রের খবর, ওই জেলা সভাপতির বিরুদ্ধে অনেক দিন ধরেই ক্ষোভ জমছিল বিজেপিরই কিছু কর্মীদের। শঙ্করের আচার আচরণ মানতে পারতেন না অনেকেই, ফলে ক্ষুব্ধ ছিলেন অনেকেই। এই পোস্টারকে ঘিরে রবিবার উত্তেজনা ছড়ায় বারাসত স্টেশন সংলগ্ন এলাকায়। ওই পোস্টার ছেঁড়ার পাশাপাশি কারা ওই পোস্টার লাগিয়েছে তারও খোঁজখবর করেন দলের কর্মীরা।