কেন্দ্রের মোদী সরকারের একাধিক জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সবসময়েই সরব থাকেন বিরোধীরা। এবার মুখ খুললেন কংগ্রেস নেতা পি.চিদম্বরম। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি জানালেন, “দেশের মানুষ সহজ সরল বলেই মোদী তাঁদের বোকা বানাতে পারছেন”। তাঁর বক্তব্য কেন্দ্রীয় সরকার নিজেদের বিভিন্ন প্রকল্প, সরকারি কাজ হাসিল করার জন্য মানুষকে যা বোঝায় তাই বুঝে যান দেশের সাধারণ মানুষ।
মোদীর আয়ুষ্মান ভারত প্রকল্পকে কটাক্ষ করে চিদাম্বরম। সম্প্রতি দিল্লীতে তাঁর গাড়ির চালকের বাবার একটি সার্জারি হয় যদিও এই প্রকল্প থেকে কোনও সুবিধাই পাননি তাঁর গাড়ির চালক। দাবি প্রাক্তন অর্থমন্ত্রীর। তাই মোদী যে আদতে সকলকে বোকা বানাচ্ছেন একথা স্পষ্ট বলেই তিনি জানান।
কংগ্রেস নেতা বলেন যে, তিনি তাঁর গাড়ির চালককে জি়জ্ঞাসা করেন তাঁর কাছে আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে কিনা এবং সে সেই কার্ডটি হাসপাতালে দেখিয়েছিলেন তিনি? তবে হাসপাতাল সূত্রে খবর আসে যে, এরকম কোনও প্রকল্পের বিষয়ে কোনও তথ্যই নাকি তাঁদের কাছে নেই। এরপরই চিদম্বরমের কটাক্ষ পুরো দেশ বিশ্বাস করে যে এই প্রকল্পটি রয়েছে, এবং এর সুবিধা পাওয়া যায়।
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটি সাহিত্য সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারতের আম আদমির মত এমরকম সাদাসিধে মানুষ আমি কোথাও দেখিনি।
যদি কোনওকিছু খবরের কাগজেও প্রকাশ হয় তাই বিশ্বাস করে নি আমরা। বক্তব্য চিদম্বরমের। তিনি বলেন, যদি সরকারিভাবে দাবি করা হয় যে দেশের গ্রামগুলিতে বিদ্যুৎ এসেছে অথবা ৯৯ শতাংশ পরিবারের জন্যই শৌচাগার তৈরি করা হয়েছে, তাহলেই মানুষ বিশ্বাস করে নেন।