শনিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কলকাতায় থাকবেন, তখন সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে ধর্ণায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেল থেকে রানি রাসমনি রোডে ধর্ণা শুরু করেছে তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার বিকেলে সেই কর্মসূচিতেই যোগ দেবেন তৃণমূল নেত্রী।
তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, বিকেল সওয়া পাঁচটা নাগাদ রানি রাসমনি রোডের ওই কর্মসূচিতে যোগ দেবেন মমতা। ঘণ্টা খানেক থাকবেন ছাত্রদের সঙ্গে।
দু’দিন ধরেই খবর এদিন বিকেলে রাজভবনে মোদী-মমতা একান্ত বৈঠক হতে পারে। তার মধ্যেই মমতার ধর্নায় যাওয়ার কর্মসূচির ঘোষণা রাজনৈতিক ভাবে তাৎপ্রর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কলকাতায় আসছেন। সেটার যেমন একটা মর্যাদা আছে তেমন তারা যে আন্দোলনের পথ থেকেও সরছে না সেই বার্তাটাও দিলেন তৃণমূল নেত্রী।
এদিন বিকেল ৪টে বেজে ৫ মিনিট থেকে সওয়া পাঁচটা পর্যন্ত প্রধানমন্ত্রীর সূচিতে ‘রিজার্ভ টাইম’ লেখা রয়েছে। অনেকের মতে, ওই সময়ে মোদী-মমতা বৈঠক হতে পারে। যদি তা হয়, তাহলে ওই বৈঠক শেষ করেই রাজভবনের অদূরে ধর্ণায় কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও শনিবার সন্ধ্যায় পাঁচটা থেকে ছটার মধ্যে দক্ষিণ কলকাতায় তিনটি পৃথক মানববন্ধন গড়ে তোলা হবে। টালিগঞ্জ থেকে গড়িয়া, যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড থেকে গড়িয়া এবং তারাতলা থেকে মহাবীরতলা। এই মানববন্ধনে সামিল হচ্ছেন দক্ষিণ কলতাকাতার উদ্বাস্তুদের একটি বড় অংশ।