জেএনইউ ক্যাম্পাসে গিয়ে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ানোর ‘অপরাধে’ দীপিকা পাড়ুকোনকে লক্ষ্য করে গেরুয়া বাহিনীর আক্রমণ অব্যাহত। তাঁকে এবং তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছপক’-কে বয়কটের ডাকও দিয়েছেন বিজেপি নেতা-মন্ত্রীরা। এ বার সেই তালিকায় যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য স্মৃতি ইরানি। তিনি বলেছেন, ‘উনি এমন সব লোকজনের পাশে দাঁড়িয়েছেন, যাঁরা ভারত ভাগ করার চেষ্টা করছেন।’ দীপিকা কংগ্রেসকে সমর্থন করেন বলে ২০১১ সালের একটি সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। সেই প্রসঙ্গ টেনেও বলিউড তারকাকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী।
শুক্রবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন স্মৃতি। সেখানেই দীপিকা পাড়ুকোনের জেএনইউ ক্যাম্পাসে যাওয়া নিয়ে প্রশ্ন করেন উপস্থাপক। জবাবে স্মৃতি বলেন, ‘যাঁরা খবরটা পড়েছেন, সবাই জানেন উনি কাদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন। তাঁদের পাশে, যাঁরা প্রতিটি সিআরপিএফ জওয়ানের মৃত্যুতে উৎসব পালন করে।’
প্রসঙ্গত, ২০১১ সালে দীপিকা পাড়ুকোন একটি সাক্ষাৎকারে বলেছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাহুল গাঁধীকে পছন্দ করেন। স্মৃতি ইরানি এ দিন সেই প্রসঙ্গও টেনে এনেছেন। তিনি বলেন, ‘আমি ওঁর রাজনৈতিক-যোগ জানি। আমি তাঁর সেই অধিকারে হস্তক্ষেপ করতে চাই না। তিনি কার পাশে দাঁড়াবেন, সেটাও তাঁর ব্যক্তিগত স্বাধীনতা।’ তিনি আরও বলেন, ‘দীপিকাকে বুঝতে হবে, তিনি যাঁদের পাশে দাঁড়িয়েছেন, তাঁরা প্রত্যেকেই দেশদ্রোহের কাজ করে। তাই দেশের জনগণের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত।’