মোদীর আমলে হু হু করে বেড়ে চলেছে দেশদ্রোহীতার মামলা৷ এমনটাই জানিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো(এনআরসিবি)র সাম্প্রতিক প্রতিবেদন৷ আর এই রাষ্ট্রদোহীতার মামলায় সব থেকে এগিয়ে ঝাড়খণ্ড৷ রাষ্ট্রদ্রোহীতার মামলা গত ২ বছরে দ্বিগুণ বেড়েছে! রিপোর্ট অনুসারে, ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেশ কয়েকটি রেকর্ডের তথ্য রাষ্ট্রদ্রোহীতার মামলা নিয়ে চমক দিয়েছে গোটা দেশে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো জানিয়েছে, ২০১৮ সালে দেশদ্রোহীতার মামলা চোখের নিমেষে দ্বিগুণ হয়েছে।
২০১৬ থেকে ২০১৮ সালের তালিকা ২০১৬ সালে দেশে রাষ্ট্রদ্রোহীতার মামলা ছিল ৩৫ টি । সেই সংখ্যা ২০১৮ সাল পর্যন্ত বেড়ে হয়েছিল ৭০ টি। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য এমনটাইই দাবি করেছে। প্রসঙ্গত, দেশদ্রোহীতার মামলার সবচেয়ে উত্থান দেখা গিয়েছে জম্মু ও কাশ্মীরে। দেশ জুড়ে রাষ্ট্রদ্রোহীতার মামলায় সবচেয়ে আগে ঝাড়খণ্ড। সেখানে ২০১৮ সালে ১৮ টি এই মামলা দায়ের হয়েছে। এরপরই রয়েছে আসামের নাম, যেখানে রাষ্ট্রদ্রোহীতার মামলায় সবচেয়ে বেশি ধৃতকে পাওয়া গিয়েছে। সেখানে এই মামলায় বন্দী হয়েছে ২৭ জন। এদের বিরুদ্ধে ১৭ টি মামলা রয়েছে। ঝাড়খণ্ড ও আসামের পর রয়েছে কেরালার নাম। রয়েছে জম্মু ও কাশ্মীর এবং মণিপুর। প্রথম ৫ রাজ্যের মধ্যে এসেছে এদের নাম।
২০১৮ সালে দায়ের হওয়া বিভিন্ন ধারার মামলার মধ্যে রাষ্ট্রদ্রোহীতার মামলার সংখ্যা রীতিমতো নজর কাড়ছে গোটা দেশের নিরিখে। আফস্পা ও ওসা নিয়ে এনসিআরবির তরফে জানানো হয়েছে, একাধিক রাজ্য তাদের ডাকে সাড়া দেয়নি। ফলে সমস্ত তথ্য তারা সার্বিকভাবে পায়নি। এদিকে, এনসিআরবির দাবি, দেশদ্রোহীতা সংক্রান্ত ইউএপিএ -এর আওতায় আসামে ৩০৮টি, মণিপুরে ২৮৯, জম্মু ও কাশ্মীরে ২৪৫ টি মামলা ২০১৮ সালে দায়ের হয়েছে। অন্যদিকে, সরকারি গোপন তথ্য ফাঁসের দায়ে ওসা নিয়ে মামলা দায়ের হয়েছে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে৷ যোগীর রাজ্যে ১৬ টি মামলা ২০১৮ সালে দায়ের হয়। এরপর পাঞ্জাব। সেখানে দায়ের হয়েছে এমন ৫ টি মামলা।