নতুন বছরের শুরুতে আশার আলো দেখা গেল না গাড়ি শিল্পে। শুক্রবার শিল্প সংস্থা সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফাকচারাস একটি রিপোর্ট পেশ করে জানায়, বাজারে চাহিদা কমে যাওয়ার ফলে গাড়ির উৎপাদনও কমে গিয়েছে। দেশীয় বাজারে গাড়ির উৎপাদন ৫.২ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।
গত বছর ডিসেম্বর মাসে দেশীয় বাজারেই যাত্রীবাহী গাড়ির বিক্রি ৮.৪ শতাংশ কমে গিয়েছিল। যাত্রীবাহী গাড়ি, ইউটিলিটি ভেহিকেল এবং ভ্যান জাতীয় গাড়ির বিক্রি ডিসেম্বর মাসে ১.২ শতাংশ কমে মোট বিক্রি হয়েছে দু’লক্ষ ৩৫ হাজার ৭৮৬টি গাড়ি। ইউটিলিটি ভেহিকেল বিক্রিতে সামান্য উন্নতি লক্ষ্য করা গেলেও, ভ্যান জাতীয় গাড়ির বিক্রি ৫৩.৩৬ শতাংশ কমে গিয়েছে।
প্রসঙ্গত, নতুন বছরে মাঝারি থেকে ভারী বাণিজ্যিক গাড়ির বিক্রি কমে গিয়েছে। গত বছরের তুলনায়। দু’চাকার গাড়ির বিক্রি ১৬.৬ শতাংশ কমেছে।