আজ থেকে শুরু হল গঙ্গাসাগর মেলা। আর রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে গঙ্গাসাগরের মেলায় যোগ দিয়েছে ভারতীয় নৌসেনার বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত একটি উদ্ধারকারী ডাইভিং দল। গত ৮ জানুয়ারি থেকে ১২ জনের নৌসেনার এই ডাইভিং দল গঙ্গাসাগরে মোতায়েন রয়েছে। আগামী ১৮ জানুয়ারি মেলার শেষ পর্যন্ত এই বিশেষ উদ্ধারকারী দল থাকবে সাগরদ্বীপে। যারা পশ্চিমবঙ্গের নৌ আধিকারিকদের কথা মতো কাজ করবেন।
শুক্রবার জেলাশাসক পি উলগানাথন মেলার উদ্বোধন করেন। প্রশাসনের ‘গঙ্গাসাগর সহায়তা’ অ্যাপ বাংলা, ইংরেজি, হিন্দি-সহ ছ’টি ভাষায় থাকবে। যে অ্যাপ পুণ্যার্থীদের জন্য গাইডের কাজ করবে। এই অ্যাপের সঙ্গে ‘সাগর সুরক্ষা’ নামে নতুন একটি সিস্টেম যুক্ত রয়েছে। যা কাজে লাগবে প্রশাসনের। ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মেলায় আসা পুণ্যার্থীদের সংখ্যাও মোটামুটি এই সিস্টেম থেকে জানা যাবে।
পুণ্যার্থীর সংখ্যা গত বছরের চেয়ে এবছর বাড়বে বলে অনুমান করছে জেলা প্রশাসন। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন, “মেলার প্রস্তুতি খতিয়ে দেখে খুশি মুখ্যমন্ত্রী। শেষ মুহূর্তের বার কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগরে কিছু নির্দেশ তিনি দিয়ে গিয়েছেন। সেই নির্দেশ মেনে কাজ চালাচ্ছে প্রশাসন”।