ফি বৃদ্ধির প্রতিবাদে প্রায় দুই মাস ধরে আন্দোলনে জেএনইউর পড়ুয়ারা। সেই কারণেই বেশ কিছু সময় আগে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। তাঁরা গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা চালায়। সেই কমিটির সুপারিশ অনুযায়ী শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে আগামী শীতকালীন সেমিস্টারের জন্য হস্টেলের সার্ভিস চার্জ ও ইউটিলিটি চার্জ পড়ুয়াদের থেকে নেওয়া হবে না। সেই ব্যয়ভার বহন করবে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। পরবর্তী নির্দেশিকা আশা না পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।
স্বাভাবিক ভাবে হস্টেলের ফি বৃদ্ধির জেরে গত বছর নভেম্বর মাস থেকেই লাগাতার আন্দোলন চলছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। এরপর গত রবিবার পড়ুয়াদের ওপর হামলার ঘটনায় নতুনভাবে উত্তপ্ত হয়েছে ক্যাম্পাস। বৃহত্তর হচ্ছে আন্দোলন। যার জেরে স্পষ্ট চাপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এহেন সময়ে খানিকটা পিঠ বাঁচাতেই হস্টেলের ফি আংশিক কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এই মুহূর্তে সার্ভিস চার্জ ও ইউটিলিটি চার্জ হিসেবে মাসে ২০০০ টাকা করে দিতে হয় পড়ুয়াদের। এর মধ্যে জলের ও বিদ্যুতের খরচ রয়েছে। ভারতের অন্যতম সেরা ওই প্রতিষ্ঠানে এমন অনেক পড়ুয়াই পড়েন যাদের পারিবারিক আয় খুব কম। প্রায় ৪০ শতাংশ পড়ুয়া আর্থিক ভাবে কমজোর। এহেন পরিস্থিতিতে হস্টেলের ফি বৃদ্ধির ফলে আরও সমস্যায় পড়েন তাঁরা। তাই গত নভেম্বর মাস থেকেই লাগাতার আন্দোলনে জেএনইউ-এর পড়ুয়ারা।