টালা ব্রিজের সংস্কার কাজ নিয়ে কোনোরকম উচ্চবাচ্য করছে না ভাঙা রেল। রেলের তরফে কোনও সদুত্তর না পেয়ে আগামী ১৮ জানুয়ারি ব্রিজ ভাঙার কথা ঘোষণা করে দিল নবান্ন। ৪ জানুয়ারি থেকে ব্রিজ ভাঙা শুরুর কথা ছিল। কিন্তু কাজ শুরু হয়নি কারণ, রেল-রাজ্য বৈঠকের জট কাটছিল না। এখনও রেলের অংশ কবে ভাঙা শুরু হবে তাও জানায়নি রেল কর্তৃপক্ষ। তাই একপ্রকার কাজ আটকে না রেখে একতরফা ভাবেই দিন ঘোষণা করে দিল রাজ্য সরকার। সময় নষ্ট না করে টেন্ডারও ডাকল পূর্ত দফতর৷
টালা ব্রিজ তৈরি করার নির্ধারিত সময় ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। যদিও তার জন্য রেল কর্তৃপক্ষকেই দায়ী করেছে রাজ্য সরকার। রেলের দাবি, টালা ব্রিজের নকশা সঠিক নয়।
রেলের তরফে কোনো সাড়া না পেয়ে ৪ জানুয়ারি ব্রিজ ভাঙার দিন ঠিক করেও কাজ স্থগিত রাখে রাজ্য। তবে এবার আর অপেক্ষা করতে রাজি নয় সরকার। তাই একাই ব্রিজ ভাঙার কাজ শুরু করতে চায় পূর্ত দফতর। রেললাইনের উপরের ব্রিজের অংশ রাজ্যই ভাঙবে বলে ঠিক হয়েছে।
নবান্ন সূত্রে খবর, ১৮ জানুয়ারি টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হবে। ৮০০ মিটার লম্বা এই সেতু ভাঙার খরচ আনুমানিক ৩০ কোটি টাকার মতো। ভাঙার জন্য ঠিকাদার সংস্থাগুলিকে আহ্বান জানাতে টেন্ডার ডেকেছে পূর্ত দফতর।