আইসিএলে সুনীল বনাম সুব্রত দ্বৈরথ আজ। এফ সি গোয়াকে হারিয়ে আসার পর সুনীল ছেত্রীদের আত্মবিশ্বাস তুঙ্গে। কিন্তু বেঙ্গালুরুর সমস্যা হল দলে সুনীল ছাড়া কেউ গোলের মধ্যে নেই। পরিসংখ্যান বলছে, কুদ্রাতের দল মোট ১৩টি গোল করেছে, তার মধ্যে সাতটি সুনীলের।
জামশেদপুরকে হারাতে পারলে লিগ টেবলের দ্বিতীয় স্থানে চলে যাওয়ার সুযোগ রয়েছে সুনীলদের। সেক্ষেত্রে এটিকের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে যাবে তারা। কিন্তু তাদের শীর্ষে যাওয়ার পথে সবথেকে বড় কাঁটা সুব্রত পাল। ইস্পাত নগরীর ক্লাব শেষ পাঁচটি ম্যাচ জিততে পারেনি।
প্রসঙ্গত, বুধবার নিজেদের মাঠে জন আব্রহামের দলকে দু’গোলে হারিয়ে লিগ শীর্ষে চলে গেল এফসি গোয়া। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। প্রথম গোলটি হয় আত্মঘাতী। জ্যাকিচন্দ সিংহের বল বার করতে গিয়ে নিজের গোলে ঢুকিয়ে দেন নর্থ ইস্টের মিস্লাভ কোমোরোস্কি। দ্বিতীয় গোলটি গোয়া পায় পেনাল্টি থেকে।