নতুন বছরেই ভাড়া বাড়িয়েছে রেল। শুধু এক্সপ্রেস ট্রেন নয় প্যাসেঞ্জার ট্রেনেও ভাড়া বাড়ানো হয়েছে। তবে যাত্রী স্বাচ্ছন্দ্যের লেশমাত্র দেখা যাচ্ছে না। মুম্বাই–আহমেদাবাদ শতাব্দী এক্সপ্রেসে ট্রেনের খাবার খেয়ে খাদ্যে বিষক্রিয়া হয়ে অসুস্থ হয়ে পড়লেন ৪০ জন মহিলা যাত্রী।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে সুরাটে ট্রেন থামিয়ে পাঁচজন মহিলাকে সেখানেই চিকিৎসা করানো হয়। কারণ তাঁদের অবস্থা সংকটজনক হয়ে পড়ে ছিল। যাত্রীদের কথায়, নিম্নমানের মাখন–পাউরুটি দেওয়া হয়েছিল প্রাতঃরাশে। যা খাওয়ার পর গা গুলিয়ে ওঠে। অনেকেই অসুস্থ হয়ে বমি করতে থাকেন। কারও কারও নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল।
রেলের পক্ষ থেকে খাদ্যে বিষক্রিয়ার কথা অস্বীকার করা হয়েছে। তবে তারা মেনে নিয়েছে নিম্নমানের মাখন এবং পাউরুটি থেকেই সবাই অসুস্থ হয়ে পড়েছেন। যে কন্ট্রাক্টর এই খাবারের দায়িত্বে ছিলেন, তাঁদের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।