জেএনইউ-তে ছাত্র-ছাত্রী-অধ্যাপকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করে আগেই মুখ খুলেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বলেছিলেন, ‘জেএনএই-তে এই হামলা আমাকে ২০০৮ সালের ২৬ নভেম্বর ঘটে যাওয়া মুম্বই হামলার কথা মনে করিয়ে দিচ্ছে। যারা এই ধরনের হামলা করছে, আর মুখোশে নিজেদের মুখ লুকোচ্ছে, তারা সত্যিই কাপুরুষ।’ এবার উদ্ধবের সুরেই জেএনইউ কান্ডের নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিল শিবসেনার মুখপত্র ‘সামনা’। জেএনইউয়ের সবরমতী হস্টেলে মুখোশধারী, সশস্ত্র গুন্ডাদের তাণ্ডবের প্রেক্ষিতে লেখা হয়েছে, ‘এমন নৃশংস রাজনীতি আগে দেখেনি দেশ। সংশোধিত নাগরিককত্ব আইনের আড়ালে আসলে হিন্দু-মুসলিম দাঙ্গা চেয়েছিল বিজেপি। তা হয়নি। এখন যা চলছে, তা আসলে ক্ষিপ্ত বিজেপির প্রতিশোধ।’
এখানেই না থেমে শিবসেনার মুখপত্রে এ কথাও লেখা হয়েছে যে, ‘পরিচয়হীন হামলাকারীদের ওপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মামলা করার সিদ্ধান্ত হাস্যকর। কারণ যারা মুখ ঢেকে হামলা করেছে, তারা কেউই অপরিচিত নয়! বিশ্ববিদ্যালয়, কলেজে রক্তারক্তি, ছাত্রছাত্রীদের পেটানো, এমন নৃশংস রাজনীতি এর আগে দেখা যায়নি। এই ঘটনা আইন-শৃঙ্খলাকে কলঙ্কিত করেছে।’ আবার শাহকেও একহাত নিয়ে ‘সামনা’ লিখেছে, ‘যে নাগরিকত্ব আইন দেশে বিভ্রান্তি ও উত্তেজনার কারণ, উনি দিল্লীর ঘরে ঘরে সেই প্রচারপত্র বিলি করতে ব্যস্ত! বিষয়টি এখন বিজেপি বনাম আর বাকি সবাই। তাই প্রতিহিংসায় মত্ত ওরা। জেএনইউতে অভূতপূর্ব হামলা তারই কারণ। শহরে শহরে প্রতিবাদীরা স্রেফ মুসলিমরাই নন। বৃহৎ অংশে হিন্দুরাও।’