বন্ধের নামে গুন্ডামি, দাদাগিরি করছে সিপিএম। বুধবার এই ভাষাতেই বামেদের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বাম সমর্থিত কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকে দেশজুড়ে ধর্মঘট পালিত হচ্ছে। রাজ্যে এই বন্ধে সমর্থন দিয়েছে কংগ্রেসও। সকাল থেকেই শহর কলকাতা ও জেলায় জেলায় জোর করে ধর্মঘট পালন করানোর চেষ্টা চালাতে দেখা গিয়েছে বন্ধ সমর্থকদের। জোর করে দোকানপাট বন্ধ করে দেওয়া, বাস ভাঙচুর, যাত্রী-ট্রাক ও অটোচালকে হুমকি দেওয়ার ছবি সামনে এসেছে। ধর্মঘটীদের বাধা দিতে যাওয়ায় দফায় দফায় তারা পুলিশের সঙ্গে সঙ্ঘর্ষে জড়িয়েছে।
https://www.facebook.com/ekhonkhobor18/videos/2550605325221002/
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগেও বলেছিলেন যে তাঁর দল সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনকে সমর্থন করলেও ধর্মঘটকে সমর্থন করেন না। গঙ্গাসাগর থেকে ফেরার পথে এ দিন তিনি বলেন, ‘খুব খারাপ লাগছে। এদের কোনও আদর্শ নেই। বন্ধের নামে এরা গুন্ডামি করছে। ঘোলা জলে মাছ ধরবেন না। সস্তায় পাবলিসিটি পেতে চাইছে ওরা। সে জন্যই ট্রেনের নীচে বোমা রেখেছে। এর থেকে রাজনৈতিক মৃত্যু ভালো।’
মমতার দাবি, ‘এদের থেকে কেরালার সিপিএম অনেক ভালো। তাদের তবু একটা আদর্শ আছে। এদের কিছুই নেই। আমি ২৬ দিন অনশন করেছি। একটা বাস-ট্রেন কিছু ভাঙচুর হয়নি। একে বলে আন্দোলন। সাহস থাকলে দিল্লীতে গিয়ে আন্দোলন করুন। এখানে শাসক দল আন্দোলন সমর্থন করছে। প্রশাসন শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছে। যেখানে দরকার সেখানে কিছু করছেন না।’’