মোদী সরকারের জনবিরোধী-শ্রমিক বিরোধী নীতির ফলেই আজ বেকারত্বে ভুগছে দেশ৷ এবার কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ‘জনবিরোধী’ নীতির প্রতিবাদে হওয়া দেশব্যাপী ধর্মঘটে অংশগ্রহণকারীদের পাশে দাঁড়িয়ে এভাবেই তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
ট্রেড ইউনিয়নের ভারত বনধকে সমর্থন করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে টুইটারে রাহুল বলেন, মোদী-শাহ সরকারের জনবিরোধী, শ্রমিক বিরোধী নীতি সর্বনাশা বেকারত্ব তৈরি করেছে৷ পিএসইউ ক্ষেত্রকে দুর্বল করেছে৷ মোদীর পুঁজিবাদী বন্ধুদের হাত শক্ত করা হচ্ছে৷ এর প্রতিবাদে ২৫ কোটি শ্রমিক ভারত বনধ ডেকেছন৷ আমি তাঁদের স্যালুট করছি৷
উল্লেখ্য, বুধবার সকাল ৬টা থেকে ভারত বনধ শুরু হয়েছে। বিজেপি সরকারের ‘শ্রমিক বিরোধী নীতি’-র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশের প্রায় ২৫ কোটি কর্মী এই বনধে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে। নির্দিষ্ট ন্যূনতম মজুরি ও সমান কাজের জন্য সমান মজুরির মতো দাবি জানিয়েছিল তাঁরা। এছাড়াও সিটু ও আরও ন’টি শ্রমিক সংগঠন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বনধকে সমর্থন করছে।
তারা জানিয়েছে, অর্থনৈতিক মন্দার ফলে তৈরি হওয়া চ্যালেঞ্জ গ্রহণে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। বরং তারা বেসরকারিকরণের দিকে উৎসাহী। আর সরকারের এই সব পদক্ষেপের ফলে জাতীয় স্বার্থ ও জাতীয় উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে।