চার্চিল ব্রাদার্সের কাছে হারের পরে তীব্র চাপে লাল-হলুদ শিবির। এর মধ্যেই আরও অস্বস্তি বাড়ালেন বোরহা। ছেলে দূরারোগ্য রোগে আক্রান্ত এই খবর পেয়ে দেশে ফিরে গিয়েছেন বোরহা গোমেস পিরেস। তাঁর ছোট ছেলের শারীরিক যা অবস্থা, তাতে চলতি মরসুমে এই স্পেনীয় ডিফেন্ডারকে হয়তো আর পাবেন না কোচ আলেহান্দ্রো।
দলের এই ডামাডোলের মধ্যেই মঙ্গলবার সকালে কোচ আলেহান্দ্রোর সঙ্গে আলোচনা করতে দল বেঁধে হাজির হয়েছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তারা। এর আগে অনুরোধ করলেও স্পেনীয় কোচ আলোচনায় বসেননি। এ বার অবশ্য ক্লাব প্রেসিডেন্ট, সহ সচিব, ফুটবল সচিব এবং শীর্ষ কর্তাদের সঙ্গে অনুশীলনের পরে কথা বলেন আলেহান্দ্রো।
সূত্রের খবর, দল গঠন নিয়ে তাঁর অসন্তোষ গোপন করেননি কোলাডোদের কোচ। বোরহার চলে যাওয়া নিয়ে চিন্তার পাশাপাশি ইস্টবেঙ্গল তিনটি জায়গার জন্য ভাল ভারতীয় ফুটবলার চেয়েছেন। একজন স্ট্রাইকার, একজন উইঙ্গার এবং একজন মিডিয়ো চেয়েছেন তিনি। ক্লাবের শীর্ষ কর্তা বললেন, ‘‘আমরা এই তিনটি জায়গায় ভাল ফুটবলারের খোঁজ করেছি। দু’তিনদিনের মধ্যে কিছু নাম কোচের সামনে রাখব। ওঁর পছন্দ হলে নেবেন।’’
তবে আলেহান্দ্রো অবশ্য বৈঠক নিয়ে কোনও কথা বলেননি। তিনি উঠে পড়েন গাড়িতে।
ভারতীয় স্ট্রাইকার হিসেবে এটিকে’র বলবন্ত সিংয়ের নাম প্রবলভাবে উঠে আসছে। কারণ এটিকে’তে এই পাঞ্জাব-তনয় সুযোগ পাচ্ছে না। কোয়েস কর্তারা বলছেন, ‘বলবন্তকে একবার বাজিয়ে দেখা হবে। তবে আই লিগে ও খেলতে রাজি হলে। বিশেষ করে ইস্ট বেঙ্গলে এলে ম্যাচ প্র্যাকটিস পাবে।’ স্বয়ং বলবন্তের মন্তব্য, ‘আমার কাছে ইস্ট বেঙ্গলের কোনও প্রস্তাব এখনও নেই।’ আসলে বলবন্তের এজেন্ট তাঁকে আই লিগে ফিরতে দিতে চান না। তাঁর ধারণা, ইস্ট বেঙ্গলে ফিরলে আগামী মরশুমে বলবন্তের দর কমবে। উড়িষ্যা এফসি আইএসএলের শেষ চারের যাওয়ার লড়াইয়ে আছে। তারাও বলবন্তকে অফার দিয়েছে। কিন্তু ডেভিড উইলিয়ামস চোট পাওয়ায় এটিকে বলবন্তকে ছাড়তে চাইছে না। সব মিলিয়ে ইস্ট বেঙ্গল কর্তারা সক্রিয় হলেও বলবন্ত সিংকে পাওয়ার সম্ভাবনা নেই। এদিকে, কোয়েসের কো-অর্ডিনেটরের প্রশ্ন,‘ বিদেশি বা স্বদেশি, যে ফুটবলারই হোক না কেন, তিনি যে দলের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবেন তার কী গ্যারান্টি রয়েছে?