মধ্যপ্রদেশের বিজেপি নেতা দেবেন্দ্র তামরাকরের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ সামনে এলো। যার ফলে তাঁকে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ। রাজধানী ভোপাল থেকে ২৬৯ কিলোমিটার দূরে অশোকনগর জেলার বিজেপির মিডিয়া ইনচার্জ পদে রয়েছেন দেবেন্দ্র তামরাকর। জানা গেছে, এক দলিত মহিলাকে ধর্ষণ করেছিলেন তিনি।
রবিবার সাংরাউলি জেলা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ওই দলিত মহিলার অভিযোগ সাংরাউলিতেই তাঁকে ধর্ষণ করেন দেবেন্দ্র। মহিলা জানিয়েছেন যে তাঁর স্বামী দেবেন্দ্রর কৃষিজমিতে খেতমজুরের কাজ করেন। গত ৩০ নভেম্বর মহিলা ও তাঁর স্বামীকে সাংরাউলির খনিতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে নিজের গাড়িতে করে তাঁদের নিয়ে বেরোন দেবেন্দ্র। পথে একটি ধাবায় তিনি ওই মহিলার স্বামীকে মদ খাওয়ান বলে অভিযোগ।
তারপরই মহিলার স্বামী মদ খেয়ে বেহুঁশ হয়ে যান। সেই সুযোগ নিয়েই ওই বিজেপি নেতা মহিলাকে নিয়ে সাংরাউলির উদ্দেশ্যে রওনা দেন। পথে একটি নির্জন জায়গায় তিনি ওই মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন সেই দলিত মহিলা। তবে বিজেপির দাবি স্থানীয় কংগ্রেস বিধায়কের দুর্নীতি ফাঁস করে দেওয়ায় দেবেন্দ্রকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। কিন্তু কংগ্রেসের তরফ থেকে এই কথা অস্বীকার করে জানানো হয়েছে যে, এই ঘটনার সাথে তাঁরা কোনোভাবেই যুক্ত নন। পুলিশ তদন্ত করেই দোষীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।