২০১৯ সালের মার্চে শেষবার সীমিত ওভারের ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেন। এবার প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক হতে চলেছে তাঁর৷ আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ফের বাইশ গজে দেখা যাবে তাকে।
২০১৯ সালের মার্চে শেষবার সীমিত ওভারের ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। ১২৫ ওয়ানডে ম্যাচ খেলে ১৯৬ উইকেট নিয়েছেন ডান হাতি এই ফাস্ট বোলার।
ডেল জানান, দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে টি-২০ সিরিজ যে খেলবেনই, সে বিষয়ে নিশ্চিত। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে তিনি জাতীয় দলের সঙ্গেই থাকবেন। তবে, কতগুলি ম্যাচ খেলার সুযোগ পাবেন, সে বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানাননি৷
প্রসঙ্গত, দীর্ঘ ১৫ বছরের ক্রিকেটীয় জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন ডেল স্টেইন। তার ঝুলিতে রয়েছে ৪৩৯টি উইকেট। বিশ্বের সর্বাধিক টেস্ট উইকেট শিকারিদের তালিকায় স্টেইন রয়েছেন আট নম্বরে।