লোকসভা ভোটের আগে থেকেই সারদা, রোজভ্যালি সহ বিভিন্ন চিটফান্ড মামলায় জোরদার তদন্ত শুরু করেছিল সিবিআই ও ইডি। লোকসভা ভোটের পরবর্তী কিছুদিনও দফায় দফায় প্রভাবশালী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তারপরেই কমতে থাকে সক্রিয়তা। আর এবার তদন্তকারী অফিসার পার্থ মুখার্জি, টু জি স্পেক্ট্রাম কেলেঙ্কারির তদন্তকারী অফিসার বিবেক প্রিয়দর্শিনী সহ ১৯ জন অফিসারকে দ্রুত বদলির নির্দেশ দিল সিবিআই।
এ রাজ্যে চিট ফান্ড মামলায় তদন্তের দায়িত্বে ছিলেন এসপি পদমর্যাদার পার্থ মুখার্জি। আর্থিক দুর্নীতি দমন (৪) ইউনিটের দায়িত্বে থাকা ওই অফিসারকে এআইজি (পলিসি) হিসেবে দিল্লীতে সিবিআই-র সদর দফতরে বদলি করা হয়েছে। কলকাতা জোনের এসপি শান্তনু করকে বদলি করে কলকাতারই দুর্নীতি দমন (৪) ইউনিটের এসপি করা হয়েছে।
রাজ্যের শাসক দল ও রাজনৈতিক মহল এবার এই নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে নতুন করে সুর চড়িয়েছে। মামলায় তদন্তকারী অফিসার পার্থ মুখার্জিকে বদলি করে কি নতুন করে তদন্তে গতি আনতে চাইছে সিবিআই? না কি লোকসভা ভোটের সময় কেন্দ্রের অঙ্গুলি হেলনেই এই সক্রিয়তা দেখা গিয়েছিল সিবিআইয়ের তরফে? সূত্রের খবর, এসপি পার্থ মুখার্জিকে বদলি করে দিল্লীর এআইজি-র (পলিসি) দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে ছিলেন বিবেক প্রিয়দর্শিনী। টু জি স্পেক্ট্রাম কেলেঙ্কারির তদন্তকারী অফিসার প্রিয়দর্শিনীকে বদলি করা হয়েছে জয়পুরে। আপাতত এই নির্দেশ ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে আমলা ও রাজনৈতিক মহলে।