অর্থ দফতরের পর এবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরও একপ্রকার ‘কব্জা’ করে নিল নিল শরদ পাওয়ারের দল এনসিপি৷ নামেই মুখ্যমন্ত্রী থাকলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে৷ বাস্তবে মুখ্যমন্ত্রকগুলি বাগিয়ে নিল এনসিপিই। অর্থ, স্বরাষ্ট্র, সেচ প্রভৃতি গুরুত্বপূর্ণ দফতরগুলির প্রায় সবকটাই নিজেদের দখলে রাখল শরদ পাওয়ার।
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ৩৬ জন মন্ত্রীর মধ্যে শিবসেনার ১৫ জন৷ এনসিপির ১৬ জন৷ এইক্ষেত্রেও সেনাকে টেক্কা দিয়েছে এনসিপি৷ এদিকে কংগ্রেসের ভাগ্যে জুটেছে মাত্র ৫৷ যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ কংগ্রেস। এদিকে অর্থমন্ত্রী হয়েছেন এনসিপির অজিত পাওয়ার৷ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও এনসিপির অনিল দেশমুখ হচ্ছেন৷ মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি বালাসাহেব থোরট রাজ্যের রাজস্বমন্ত্রী হচ্ছেন৷ এছাড়া মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবন পেয়েছেন পূর্ত দফতর৷ অন্য এক কংগ্রেস বিধায়ক বর্ষা গাইকোয়াড় পেলেন রাজ্যের চিকিৎসা শিক্ষা দফতর৷ অন্যদিকে শ্রম, আবগারির মন্ত্রী হচ্ছেন এনসিপির দিলীপ পাটিল৷ শিল্পমন্ত্রী অবশ্য শিবসেনার সুভাষ দেশাই৷
তবে মুখ্যমন্ত্রী উদ্ধবের ঠাকরের ছেলে আদিত্য মহারাষ্ট্রের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন৷ তবে তিনি কোন মন্ত্রক পাবেন, তা এখনও ঠিক করা হয়নি৷ কৃষি, শিক্ষা, বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক নিয়ে শিবসেনার সঙ্গে এনসিপি ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি চলছে৷ সংখ্যার দিক থেকে এই জোটে সবচেয়ে এগিয়ে শিবসেনা৷ ৫৬ জন বিধায়ক আছে৷ এরপরে আছে এনসিপির ৫৪ জন ও কংগ্রেসের ৪৪ জন।