সিএএ নিয়ে উত্তাল গোটা দেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাতেও চলছে প্রতিবাদ। পথে নেমেছেন স্বয়ং মমতা। সিএবি পাশ হয়ে সিএএ-তে পরিণত হওয়ার পর থেকেই সংসদের বাইরে দেশজুড়ে লাগাতার আন্দোলন করছে সিএএ বিরোধী দলগুলি৷ তাদের সঙ্গে আছে অরাজনৈতিক বহু আমজনতা৷ এবার পুদ্দুচেরি বিধানসভায় শাসকদল কংগ্রেস সিএএ বিরোধী প্রস্তাব উত্থাপন করতে চলেছে৷
আগামী বিধানসভা অধিবেশনে পুদ্দুচেরির কংগ্রেস সরকার সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের জন্য প্রস্তাব গ্রহণ করতে চলেছে কংগ্রেস বলে জানা যাচ্ছে। যদিও পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি ভি নারায়ণস্বামী জানিয়েছেন যে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কংগ্রেসের ১৫ জন বিধায়ক ছাড়াও ডিএমকে এর তিনজন বিধায়ক এবং একজন নির্দল বিধায়কের এই প্রস্তাবনায় সম্মতি মিলেছে ইতিমধ্যেই। ফলে পন্ডিচেরি বিধানসভায় এই প্রস্তাবনা পাস হতে খুব বেশি সমস্যায় পড়বেনা কংগ্রেস সরকার।
এর আগে মুখমন্ত্রী নারায়ণস্বামী সাফ জানিয়েছিলেন যে তার রাজ্যে তিনি সিএএ লাগু হতে দেবেনা যেহেতু এই আইন মুসলিম বিরোধী। অ-বিজেপি রাজ্যগুলির প্রায় সব মুখ্যমন্ত্রীই একজোট হয়ে সিএএ এর বিরোধিতা করেছে। এবং সেই সব রাজ্যে সিএএ বাস্তবায়ন হতে দেবে না বলেও জানিয়েছে।