শহরকে গুছিয়ে রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। জলাভূমি ভরাট হয়ে হুড়মুড়িয়ে তৈরি হচ্ছে বেআইনি নির্মাণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীদের একাংশ। ফলস্বরূপ এবার বড়সড় পদক্ষেপ নিল পুরসভা। জলা জমি ভরাট করে বাড়ি করলে সে বাড়ি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। সম্প্রতি মেয়র পারিষদের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
পূর্ব কলকাতার একটি বিশাল অংশ ভরাট করে তৈরি হচ্ছে বাড়ি এমনটাই ছবি উঠে আসছে উপগ্রহ চিত্রে। যার জেরে শীর্ষ আদালত থেকে পুরসভাকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাইপাস লাগোয়া এলাকায় বেআইনিভাবে জমি ভরাট করে অনুমোদন ছাড়া যে সমস্ত বাড়ি তৈরি হয়েছে সে বাড়িগুলি ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র।
রামসার কনভেনশন অনুযায়ী এই এলাকা আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন জলাভূমি হিসেবে ঘোষিত। একই সাথে সাড়ে ১২ হাজার হেক্টর বিস্তৃত এই জলাভূমি শহরের সমস্ত বর্জ্য প্রাকৃতিক ভাবে পরিশোধন এর কাজ করে ফলে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে এর গুরুত্ব অপরিসীম।
তাই জলাজমি বুজিয়ে শহরে অবৈধ নির্মাণ রুখতেই এই কড়া পদক্ষেপ সে কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম।