সিএএ ও এনআরসির প্রতিবাদে কিছুদিন আগেই রণক্ষেত্র হয়েছিল যোগীরাজ্য উত্তরপ্রদেশে। সেই বিক্ষোভ প্রতিবাদে সামিল হওয়ার অভিযোগেই মালদার হরিশচন্দ্রপুর থেকে ৬ বাঙালি যুবককে গ্রেফতার করল যোগীর পুলিশ। ওই ৬ বাঙালির প্রত্যেকের বাড়ি মালদায়। তাঁরা উত্তরপ্রদেশের বিভিন্ন হোটেলে কাজ করতেন বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশে বিক্ষোভ বা প্রতিবাদের ঘটনায় তাঁরা কোনওভাবেই যুক্ত নয় বলে দাবি করেছে তাঁদের পরিবার।
ওই ৬ যুবকের পরিবারের অভিযোগ, মূলত বাঙালি হওয়ার কারণেই চক্রান্ত করে ওদের গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্তদের পরিবার ‘দিদিকে বলো’তে গোটা বিষয়টি জানালে সরকারের তরফে তাঁদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। বলা হয়েছে একজন ভাল আইনজীবী ঠিক করে তাঁদের জামিনের ব্যবস্থা করে দেবে তৃণমূল সরকার। তবে যেহেতু এখন কোর্টে ছুটি চলছে তাই আগামী ২ জানুয়ারি কোর্ট খুললে তাঁদের জামিনের ব্যবস্থা করা হবে। ফলে যোগীর পুলিশ গ্রেফতার করলেও মমতা সরকারের দৌলতে বাড়ি ছেলে ঘরে ফেরার আশায় দিন গুনছে তাদের পরিবার।
উল্লেখ্য, সিএএ আইনের প্রতিবাদে কিছুদিন আগেই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয় উত্তরপ্রদেশের বহু মানুষ। সরকারী সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি বাইক। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ। অভিযোগ প্রতিবাদীদের লক্ষ্য করে গুলিও চালায় পুলিশ। সেই ঘটনায় ইতিমধ্যেই সেখানে মৃত্যু হয়েছে ১৯ জনের। যদিও গুলি চালনার কথা অস্বীকার করেছে পুলিশ। কিন্তু এই ঘটনায় যোগী আদিত্যনাথ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যারা এই ঘটনায় যুক্ত তাদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হবে এবং বদলা নেওয়া হবে। সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করা হবে।