সিএএ ও এনআরসি নিয়ে বিক্ষোভ আন্দোলনের মধ্যেই মধ্যবিত্তদের সুবিধায় নতুন উদ্যোগ নিলো রাজ্য সরকার। জানা গেছে, এখন থেকে বাড়ি তৈরীর জন্য প্রয়োজন হবে না একাধিক দফতরের অনুমতি। এই সরল নীতির ফলে পুরসভায় ছোট বাড়ি তৈরীর জন্য যে পরিমাণে দৌড়াদৌড়ি করতে হত অথবা পুরসভার সদর দফতরে যেভাবে হয়রানির শিকার হতে হত, সাধারণ মানুষকে সেই হয়রানিতে আর পড়তে হবে না।
এবার থেকে শুধুমাত্র এলবিএস অনুমোদন মিললে অনায়াসেই বাড়ি তৈরি করা যাবে। দুই বর্গ মিটার বা দুই থেকে তিন কাঠা জমির উপর যে কোনও দ্বিতল বাড়ী তৈরীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। সোমবার এমনটাই জানালেন শহরের মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, নতুন বছর থেকে কার্যকর করা হবে এই নিয়ম।
এদিন এবিষয়ে মেয়র পরিষদের বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানান, ‘এবার থেকে তিন কাঠা জমির উপর যে কোনদিনও বাড়ি তৈরির সব রকম আইনি ব্যবস্থার দায়িত্বে থাকবে এলবিএস-এর উপর। এই এলবিসের উপর দায়িত্ব থাকবে বাড়ির মিউটেশন সার্টিফিকেট তলা থেকে শুরু করে জমির কোনরকম খামতি আছে কিনা সমস্যাটা দেখা।’ একই সঙ্গে তা যেন আইন অনুযায়ী হয় এবং সে সংক্রান্ত যেন কোনো সমস্যা না হয় সে বিষয়ে তদারকি করতে হবে এই এলবিএসকেই। মেয়র এদিন আরও জানান, বাড়ির কাঠামোর স্থায়িত্ব এবং বাড়ির মালিকের নাম মিউটেশন সার্টিফিকেট তোলার দায়িত্বও সংশ্লিষ্ট এলবিসের ওপরই থাকবে।