অবশেষে কাটলো বন্দিদশা। প্রায় চার মাস গৃহবন্দি অবস্থায় থাকার পর উপত্যকার পাঁচ রাজনৈতিক নেতাকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন। সরকারের এক আধিকারিক জানিয়েছেন, ‘জম্মু কাশ্মীরে গত চার মাস ধরে গৃহবন্দি করে রাখা পাঁচ রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া হয়েছে। এঁদের নাম ইশফাক জব্বার, গুলাম নবি ভাট (ন্যাশনাল কনফারেন্স), বশির মীর (কংগ্রেস), জহুর মীর ও ইয়াসির রেশী (পিডিপি)।’ তবে সূত্রের খবর, মুক্তি পাওয়ার পর থেকে সংবাদমাধ্যমের সামনে কোনও নেতাদের দেখতে পাওয়াও যায়নি, বা তাঁরা মুখও খোলেননি।
উল্লেখ্য, চলতি বছর ৫ আগস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার সময়ই এই পাঁচ রাজনৈতিক নেতাদের হেফাজতে নিয়েছিল কেন্দ্র নেতৃত্বাধীন প্রশাসন। এই ধারা তুলে নেওয়ার পর থেকেই জম্মু কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গণ্য করা শুরু হয়।
আশঙ্কা করা হয়েছিল, রাতারাতি এই সিদ্ধান্তের ফলে উপত্যকায় বিক্ষোভ প্রদর্শন হতে পারে। তাই মেহমুবা মুফতি, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহদের মতো রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এছাড়াও ছোট মাপের সমস্ত রাজনৈতিক নেতা ও কর্মীদের আটক করে রাখা হয়। কোনও ভাবে যাতে হিংসার উস্কানি না ছড়ায় সেই কারণেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবাও। যা ক্রমশ স্বাভাবিক হওয়ার লক্ষ্মণ দেখা যাচ্ছে। আপাতত তাঁদের মধ্যে থেকে ৫ জন মুক্তি পেলেও, বাকিরা কবে মুক্তি পাবেন তা জানা যায়নি।