আগামীকাল, অর্থাৎ বছরের শেষ দিনে অবসর নিতে চলেছেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। কিন্তু তার আগেই এলো নতুন খবর। জানা গেল, দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ হলেন জেনারেল বিপিন রাওয়াত। ৩১ ডিসেম্বর সেনাপ্রধানের পদ থেকে অবসরের পরই ‘সিডিএস’ পদে দায়িত্ব নেবেন তিনি।
পূর্ব ঘোষণা অনুযায়ীই দেশবাসীর সুরক্ষাবৃদ্ধি এবং সন্ত্রাসদমনে সেনার ৩ বাহিনীকে নিয়ে প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ পেল ভারত ৷ উল্লেখ্য, ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ সরকারের প্রতিরক্ষা ও সামরিক বিষয়ের প্রধান উপদেষ্টা৷ এই পদের অধিকারি সরকার ও সেনার মধ্যে ‘সিঙ্গল পয়েন্ট অফ কন্ট্যাক্ট’ হিসেবে কাজ করবেন৷ ফোর স্টার জেনারেল পদ মর্যাদার হলেও তিন বাহিনীর প্রধানের উপরে থাকবেন তিনি৷
শুধু তাই নয়, ভারতীয় সেনার তিন বাহিনী- স্থল, বায়ু ও নৌসেনার মধ্যে সমন্বয় বজায় রেখে অস্ত্র কেনা থেকে শুরু করে প্রশিক্ষণ ও কৌশলগত মোতায়েনের উপর নজর রাখবেন ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ বা সিডিএস বিশেষ করে, আণবিক শক্তিধর দেশ হওয়ায়, পারমাণবিক অস্ত্র তথা হামলা সংক্রান্ত সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন সিডিএস৷
যদিও প্রধানমন্ত্রী মোদি ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পদ তৈরির কথা ঘোষণা করেছিলেন, এই প্রস্তাব কিন্তু প্রায় দু’দশক পুরনো৷ কারগিল যুদ্ধের পর সেনাবাহিনীর গঠনে আমূল পরিবর্তন আনতে কে সুব্রহ্মণম কমিটি গঠন করে সরকার৷ সেই কমিটি সিডিএস পদ তৈরির প্রস্তাব দেয়৷ তবে রাজনৈতিক ডামাডোলে তখন ওই প্রস্তাব হিমঘরে চলে যায়৷ এই পদ তৈরির প্রস্তাব জানিয়ে ২০১৬ সালে একটি রিপোর্টও পেশ করে লেফটেন্যান্ট জেনারেল ডি বি শেখাটকর কমিটি৷ তবে সেই প্রস্তাবও কার্যকরী হয়নি৷