নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করা নিয়ে আসাম-সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে লাগাতার বিক্ষোভ চলছেই। প্রবল বিক্ষোভে রক্তাক্ত হয়েছে আসাম। সেই বিক্ষোভের সময় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা-সহ সহ বেশকয়েকজন বিজেপি নেতা বারে বারে ঘেরাওয়ের মুখে পড়েন। শুধু তাই নয়। সামাজিক গণমাধ্যমেও নেতাদের বিরুদ্ধে চলছে অভিনব প্রতিবাদ। ১০ জানুয়ারি প্রধানমন্ত্রীর গুয়াহাটি সফরকালেও বিক্ষোভ দেখানোর কর্মসূচী নিয়েছে আসু। রঙ্গিয়ায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পাশাপাশি রাজধানী গুয়াহাটিতে কালো পতাকা দেখতে হয়েছে সাংসদ কুইন ওঝাকে।
প্রসঙ্গত, বিজেপির ধারাবাহিক প্রচারে সবচেয়ে বেশি গুরুত্ব পায় সোশ্যাল মিডিয়া। রাজ্যে রাজ্যে তাদের বিশেষ প্রশিক্ষিত আইটি সেল রয়েছে প্রচারের জন্য। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাবে কমছে বিজেপি নেতাদের ফলোয়ার। আসুর সাধারণ সম্পাদক ল্যুরিনজ্যোতি গগৈ ডাক দেন, সিএএ সমর্থক নেতাদের ‘আনফলো’ করার। আসু সূত্রে খবর, ইতিমধ্যেই সর্বানন্দের দেড় লাখ ও হিমন্তের এক লাখ ফলোয়ার কমেছে। ল্যুরিনের হুঁশিয়ারি, এভাবে সামাজিক বয়কট চলবে। গুয়াহাটিতে ৯-২২ জানুয়ারি ‘খেলো ইন্ডিয়া’। ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা। আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য জানান, মোদীর সামনেও বিক্ষোভ দেখাবে আসু।