রাজ্যে এনআরসি, সিএএ-এর মতো এনপিআর হতে দেবেন না বলে স্পষ্ট করে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয়ে স্বমহিমায় ময়দানে নামলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মোদী সরকারের বিরোধিতায় যখন গোটা দেশ উত্তাল তখন বিজেপির এক হাত নিলেন অনুব্রত। রবিবার মুরারইয়ের জনসভায় বললেন, “বাড়িতে সমীক্ষা করতে গেলে ঝাঁটাপেটা করুন। আমি আপনাদের পাশে থাকবে।”
তৃণমূলের জনসভায় কেষ্টবাবু বলেন, “যদি আপনাদের বাড়িতে যায় সার্ভের নাম করে, জিজ্ঞাসা করে আপনাদের বাড়িতে ক’টি বাছুর, ক’টি ছাগল, তারপরে জিজ্ঞাসা করে ক’টি মানুষ, কখন এসেছেন, কত সালে এসেছেন, ‘৭১ সালের দলিল আছে কিনা—তখন ঝাঁটার বাড়ি মেরে বাড়ি থেকে বের করে দেবেন”।
এনপিআর প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমি আগে এনপিআর মানে সেনসাস ভেবেছিলাম। ওমা! এখন দেখছি ওটা দিয়েই এনআরসির কাজ করতে চাইছে। আমি বন্ধ করে দিয়েছি।” প্রসঙ্গত, অনুব্রতর জেলার দু’টি আসনই দখলে রেখেছে তৃণমূল। মুরারই বিধানসভাতেও ব্যাপক ভোটে লিড পেয়েছিল শাসকদল। ওই জনসভা থেকে অনুব্রত বলেন, “বাংলায় কিছুতেই এনআরসি হতে দেব না”।