মোদী সরকারের ‘আচ্ছে দিনে’ দেশে যেমন ধাপে ধাপে দাম বেড়ে মহার্ঘ হয়েছে এলপিজি বা রান্নার গ্যাস, তেমনি একই অবস্থা জ্বালানিরও। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় এবার ফের ভারতে বাড়তে শুরু করেছে পেট্রোল-ডিজেলের দাম। আজ, শুক্রবার কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে লিটার পিছু পেট্রোল ও ডিজেল পড়বে যথাক্রমে ৭৭.৪০ এবং ৬৯.৬৬ টাকা। বৃহস্পতিবারের তুলনায় ৬ পয়সা ও ১৬ পয়সা বেশি।
প্রসঙ্গত, বেশ কয়েক দিন ধরেই বাড়ছে ডিজেলের দর। এখন তা প্রায় তিন মাসের সর্বোচ্চ সীমার আশেপাশে। একটা সময় পর্যন্ত কলকাতায় পেট্রোলের দর থেমে থাকলেও গত দু’দিন ধরে তা ফের মাথা তুলছে। এ বছর পেট্রোল সর্বোচ্চ যে দামে পৌঁছেছিল, ফের তার কাছাকাছি পৌঁছেছে। যাকে অস্ত্র করে এদিন মোদী সরকারকে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেনি কংগ্রেস।
দিল্লীতে দুই পণ্যের দাম উল্লেখ করে টুইটারে কেন্দ্রকে বিঁধেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা। তাঁর দাবি, মোদী সরকারের নীতিতে নাভিশ্বাস উঠছে মানুষের। আলু-পেঁয়াজের সঙ্গে পেট্রল-ডিজেলের দামও চড়া হচ্ছে। ছ’মাসে দিল্লীতে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ২.৮৮ টাকা। লিটার পিছু ৬৭ টাকা পার করেছে ডিজেল।
উল্লেখ্য, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দর বৃদ্ধির পরে দেশের বাজারে তার প্রভাব পড়তে সাধারণত কয়েক দিন সময় লাগে। তাই সেই সম্ভাবনার কথা প্রথমেই উড়িয়ে দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, গত কয়েক বছরে কেন্দ্র উল্লেখযোগ্য ভাবে উৎপাদন শুল্ক বাড়িয়েছে। সে কারণেই দেশে তেলের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় অতিরিক্ত বেড়েছে।